৫,০০০ টাকার কমে সেরা Nokia ফোনগুলি দেখে নিন, একবার চার্জে চলবে অনেকদিন

এমন অনেক মোবাইল ইউজার আছেন, যারা স্মার্টফোনে নানান ধরনের ফিচার ও বড় ডিসপ্লে থাকার কারণে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য অনুভব করেন না। তাই কম্প্যাক্ট ডিজাইন আর সহজ ফিচারের সাথে আসা ফিচার ফোন এখনো বহু মানুষের প্রথম পছন্দ। আর ফিচার ফোনের কথা উঠলেই আমাদের মনে পড়ে যায় Nokia ব্র্যান্ডের কথা। সেক্ষেত্রে, আপনিও যদি সস্তা এবং ফিচারে ভরা একটি স্ট্যান্ডার্ড কীপ্যাড ফোন কিনতে আগ্রহী থাকেন তাহলে, আজ আমরা আপনাকে ভারতীয় বাজারে উপলব্ধ কয়েকটি সেরা নোকিয়া ফিচার ফোনের খোঁজ দেব। এই তালিকায়, Nokia 110 4G, Nokia 225 4G, Nokia 215, Nokia 150 2020, Nokia 5310, Nokia 105 এবং Nokia 3310 ফোন সামিল থাকছে। আর ফোনগুলির দাম রয়েছে ৫,০০০ টাকার মধ্যেই। তাহলে চলুন উল্লিখিত ফিচার ফোনগুলির দাম ও বিশেষত্ব জেনে নেওয়া যাক।

৫,০০০ টাকার নিচে উপলব্ধ Nokia ফিচার ফোনের তালিকা

Nokia 110 4G : ১২৮ এমবি র‍্যাম এবং ৪৮ এমবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত নোকিয়া ১১০ ৪জি ফোনে, ১.৮০ ইঞ্চির (১২০x১৬০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি সিরিজ ৩০ প্লাস (Series 30+) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ১,০২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। ৮৪.৫০ গ্রাম ওজনের এই ফিচার ফোনের পরিমাপ, ১২১x৫০x১৪.৫০ মিমি।

দাম : সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে Nokia 110 4G ফিচার ফোন ২,৭৯৯ টাকার বিক্রি হচ্ছে। এটি অ্যাকোয়া, ব্ল্যাক এবং ইয়েলো কালারে পাওয়া যাবে।

Nokia 225 4G : নোকিয়া ২২৫ ৪জি ফিচার ফোনে, ২.৪০ ইঞ্চির (১২০x১৬০ পিক্সেল) ডিসপ্লে আছে। স্টোরেজ ক্যাপাসিটির কথা বলে এই ফোনে, ৬৪ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এটিও পূর্ববর্তী মডেলের ন্যায় সিরিজ ৩০ প্লাস ওএস ভার্সন দ্বারা চালিত। এতে ১,১৫০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে, যা দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করবে। ৯০.১০ গ্রাম ওজনের এই ফিচার ফোনের পরিমাপ, ১২৪.৭০x৫১x১৩.৭০মিমি।

দাম : Nokia 225 4G ফোনের মূল্য ৩,৪৯৯ টাকা। এটিকে ব্ল্যাক, ক্লাসিক ব্লু এবং মেটালিক স্যান্ড কালারে পাওয়া যাবে।

Nokia 215 : সিরিজ ৩০ প্লাস ওএস চালিত নোকিয়া ২১৫ ফিচার ফোনে রয়েছে একটি ২.৪০ ইঞ্চির (২৪০x৩২০ পিক্সেল) ডিসপ্লে। এতে ডিফল্ট রূপে ৮ এমবি র‍্যাম এবং ৩২ এমবি স্টোরেজ পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১,১০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ৭৮.৬০ গ্রাম ওজনের এই ফিচার ফোনের পরিমাপ, ১১৬x৫০x১২.৯০ মিমি।

দাম : Nokia 215 ফোনের মূল্য ২,৯৯৯ টাকা এবং এটিকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ পাওয়া যাবে। ফোনটি ব্রাইট গ্রীন, ব্ল্যাক এবং হোয়াইট কালারে পাওয়া যাবে।

Nokia 150 2020 : ২.৪০ ইঞ্চির (২৪০x৩২০ পিক্সেল) ডিসপ্লের সাথে আসা নোকিয়া ১৫০ ২০২০ ফিচার ফোনে, ৪ এমবি র‍্যাম এবং ৪ এমবি ইন্টারনাল স্টোরেজ আছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। এটি সিরিজ ৩০ ওএস সিস্টেম দ্বারা চালিত। আর ব্যাটারির কথা বললে, ফোনে ১,০২০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ৯০.৫৪ গ্রাম ওজনের এই ফিচার ফোনের পরিমাপ, ১৩২x৫০.৫০x১৫ মিমি।

দাম : সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের লিস্টিং অনুযায়ী Nokia 150 2020 ফোনের মূল্য ২,৩৯৯ টাকা। এটিকে ব্ল্যাক, ক্যান এবং রেড কালারে পাওয়া যাবে।

Nokia 5310 : নোকিয়া ৫৩১০ -এর ডিসপ্লে ফিচার এবং ওএস ভার্সন পূর্ববর্তী ফিচার ফোনের ন্যায় এক সমান। এতে ৮ এমবি র‍্যাম এবং ১৬ এমবি স্টোরেজ ডিফল্ট রূপে পাওয়া যাবে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে ১,২০০ এমএএইচ পাওয়ারের একটি ব্যাটারি আছে। ৮৮.২০ গ্রাম ওজনের এই ফিচার ফোনের পরিমাপ, ১২৩.৭০x৫২.৪০x১৩.১০ মিমি।

দাম : Nokia 5310 ফোনের মূল্য ৩,৪৪৯ টাকা। এটিকে হোয়াইট আর রেড কম্বো এবং ব্ল্যাক আর রেড কম্বো কালারে পাওয়া যাবে।

Nokia 105 : ৪ এমবি র‍্যাম এবং ৪ এমবি স্টোরেজ যুক্ত নোকিয়া ১০৫ ফিচার ফোনে একটি ১.৮০ ইঞ্চির (২৪০x৩২০ পিক্সেল) ডিসপ্লে আছে। এটি সিরিজ ৩০ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এতে মাইক্রোএসডি কার্ডের (৩২ জিবি পর্যন্ত) সাপোর্ট পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকছে। ৭৩ গ্রাম ওজনের এই ফিচার ফোনের পরিমাপ, ১১২x৪৯.৫০x১৪.৪০ মিমি।

দাম : Nokia 105 ফোনের মূল্য ১,৩৪৯ টাকা। এটিকে ব্লু, হোয়াইট এবং ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Nokia 3310 : নোকিয়া ৩৩১০ ফোনে ২.৪০ ইঞ্চির (২৪০x৩২০ পিক্সেল) ডিসপ্লে আছে। সাথে থাকছে, ৪ এমবি র‍্যাম এবং ১২ এমবি ইন্টারনাল স্টোরেজ। তবে মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটিকে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সিরিজ ৩০ ওএস চালিত এই ফোনে ১,২০০ এমএএইচ পাওয়ারের একটি ব্যাটারি আছে, যা ডিভাইসটিকে দীর্ঘ স্ট্যান্ড বাই টাইম অফার করবে। ১৩৩ গ্রাম ওজনের এই ফিচার ফোনের পরিমাপ, ১১৩x৪৮x২২ মিমি।

দাম : সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী Nokia 3310 ফোনের মূল্য ৩,৬৯৯ টাকা। এটিকে ওয়ার্ম রেড (গ্লসি), ডার্ক ব্লু (ম্যাট), ইয়ালো (গ্লসি) এবং গ্রে (ম্যাট) কালারে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন