ডিসকাউন্টের সাথে OnePlus এর‌ সেরা পাঁচটি স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে Amazon

ভারতীয় স্মার্টফোন মার্কেট যেমন বিশাল তেমনি বৈচিত্রে ভরা। রকমারি ফিচারে ঠাসা এই হ্যান্ডসেটগুলির কোনোটায় উন্নত ক্যামেরা আছে তো কোনোটায় পাওয়া যাবে শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি।…

ভারতীয় স্মার্টফোন মার্কেট যেমন বিশাল তেমনি বৈচিত্রে ভরা। রকমারি ফিচারে ঠাসা এই হ্যান্ডসেটগুলির কোনোটায় উন্নত ক্যামেরা আছে তো কোনোটায় পাওয়া যাবে শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি। সেক্ষেত্রে, আপনি যদি পাওয়ারফুল প্রসেসর, দীর্ঘ ব্যাটারি লাইফ, উন্নত ক্যামেরা এবং বড়ো ডিসপ্লের একটি প্রিমিয়াম স্মার্টফোন খোঁজ করেন, তাহলে আজ আমরা আপনাকে ৫টি সেরা OnePlus স্মার্টফোনের খোঁজ দেব, যেগুলি Amazon Great Freedom Festival সেলে ডিসকাউন্ট ও অফারের সাথে বিক্রি করা হচ্ছে। তবে মনে রাখবেন অ্যামাজনের এই সেলটি আজই শেষ হয়ে যাবে, তাই আপনার হাতে কিন্তু সময় অনেকটাই কম। তাই দেরি না করে আসুন অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে উপলব্ধ ওয়ানপ্লাস স্মার্টফোনগুলির দাম ও ফিচার ঝটপট জেনে নেওয়া যাক।

Amazon Great Freedom Festival সেলে OnePlus স্মার্টফোনের ওপর অফার

OnePlus 9R 5G

কার্বন ব্ল্যাক কালারের সাথে আসা ওয়ানপ্লাসের এই ৫জি কানেক্টিভিটির স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। অ্যামাজন সেল থেকে এই স্মার্টফোনটিকে কিনলে ক্রেতাদের অতিরিক্ত ২,০০০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হবে। এই স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত।

OnePlus Nord CE 5G

অ্যামাজনে, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি স্মার্টফোনের বিক্রয় মূল্য থাকছে ২৪,৯৯৯ টাকা। ফোনটি চারকোল ব্ল্যাক কালারে উপলব্ধ। ফিচারের কথা বললে, ফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর আছে।

OnePlus Nord 2 5G

ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোনটি আপনারা ২৯,৯৯৯ টাকার বিনিময়ে কিনে নিতে পারবেন। এটি ফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০-এআই (AI) প্রসেসর ব্যবহার করা হয়েছে। তাই গেমারদের জন্য এই স্মার্টফোনটি উপযুক্ত। এছাড়া, ছবি তোলার জন্য ইউজাররা ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন।

OnePlus 8T 5G

ওয়ানপ্লাস ৮টি ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৪২,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু অ্যামাজন সেল চলাকালীন এটিকে ৯% ডিসকাউন্টের সাথে ৩৮,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। ফোনটি স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর সহ এসেছে। ফটোগ্রাফির জন্য ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এই ৫জি স্মার্টফোনটিতে ৬৫ ওয়াট ফাস্ট চার্জি সাপোর্ট করে।

OnePlus 6T

মর্ডার্ন লুক এবং মিরার ব্ল্যাক কালারের এই ওয়ানপ্লাস স্মার্টফোনেটি ফ্ল্যাট ২১% ডিসকাউন্টের সাথে মাত্র ২৯,৯৯৯ টাকায় অ্যামাজনে উপলব্ধ। এটি ফোনের ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর চালিত এই স্মার্টফোনে ইউজাররা উন্নত ক্যামেরা পেয়ে যাবেন। এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল এবং ২০ মেগাপিক্সেল সেন্সর যুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ। আর সেলফি তোলার জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন