সস্তায় কিনুন স্মার্ট টিভি, অ্যামাজন ফ্রিডম সেলে Shinco এর টিভির ওপর রয়েছে আকর্ষণীয় অফার

আজই শেষ দিন Amazon Freedom Day Sale এর। এই সেল গত ৮ আগস্ট শুরু হয়েছিল। এই সেলে Shinco তাদের স্মার্ট টিভির ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট অফার…

আজই শেষ দিন Amazon Freedom Day Sale এর। এই সেল গত ৮ আগস্ট শুরু হয়েছিল। এই সেলে Shinco তাদের স্মার্ট টিভির ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট অফার করছে। আপনি এই সেলে Shinco এর 4K TV, Smart TV, Full HD এবং HD, LED TV গুলি নো কস্ট ইএমআই এ কিনতে পারবেন। এর সাথে সাথে ক্যাশব্যাক, ফ্রি ইনস্টলেশন, ফ্রি ডেলিভারি প্রভৃতি সুবিধা আছে।

আপনি এই সেলে Shinco এর SO3A (32) 80cm HD Ready LED TV টি কিনতে পারবেন ৭,৫৯৯ টাকায়। আবার ৯,৫৯৯ টাকায় পাওয়া যাচ্ছে SO328AS (32) 80cm HD Ready Smart LED TV টি। নতুন লঞ্চ হওয়া SO43AS (43) 109cm Fully HD TV টি কেনা যাবে ১৬,৯৯৯ টাকায়। আবার  S43UQLS (43) 109cm 4K UHD Smart TV, SO50QBT (49) 4K UHD ও  SO55QBT (55) এর দাম পড়বে যথাক্রমে ২০,৯৯০ টাকা, ২৪,২৫০ টাকা ও ২৮,২৯৯ টাকা।

Shinco SO43AS, Shinco SO50QBT ও Shinco SO55QBT স্পেসিফিকেশন:

Shinco এর তিনটি টিভির মধ্যে প্রথমটি হলো Shinco SO43AS এবং এটি একটি ৪৩ ইঞ্চি ফুল এইচডি স্মার্টটিভি। এই টিভির স্ক্রীন রেজুলেশন ১৯২০×১০৮০ পিক্সেল। এই টেলিভিশন অ্যান্ড্রয়েড ভার্সন ওরিও ৮.০ তে চলে এবং এর উপর একটি কাস্টম ইউজার ইন্টারফেস রয়েছে যার নাম UNIWALL-UI। আপনারা বিভিন্ন অ্যাপ্লিকেশন এই টিভিতে প্রি-ইন্সটল পেয়ে যাবেন, যার মধ্যে রয়েছে – Disney + Hotstar, Zee5, Sony Liv, Sun NXT, Jio Cinema, Eros Now, Hungama Play, Alt Balaji, Movie Box, Bloomberg Quint, The Quint, HomeVeda, Epic On, Docubay।

এছাড়াও, আপনারা Netflix, Amazon Prime Video এবং Youtube এই স্মার্ট টিভিতে চালাতে পারবেন।হার্ডওয়্যারের দিকে দেখতে গেলে এই স্মার্ট টিভিতে রয়েছে, দুটি ইউএসবি পোর্ট, তিনটি এইচডিএমআই পোর্ট, একটি A-53 কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এখানে আপনারা কানেক্টিভিটি অপশন হিসেবে ওয়াইফাই সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া অডিও ডিপার্টমেন্টের জন্য ২০ ওয়াটের সারাউন্ড বক্স স্পিকার ব্যবহার করা হয়েছে।

এই লাইন আপের দ্বিতীয় টিভি Shinco SO50QBT এবং এটি একটি ৪৯ ইঞ্চি স্ক্রিন বিশিষ্ট 4K আল্ট্রা এইচডি স্মার্টটিভি। এই টিভির স্ক্রীন রেজুলেশন ৩৮৪০×২১৬০ পিক্সেল এবং এই টিভিতে HDR 10 সাপোর্ট করবে। অ্যান্ড্রয়েড পাই ৯.০ এর ওপরে এই স্মার্ট টিভিটি চলবে এবং এই টিভিতে একই ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে – UNIWALL-UI। এই টিভিতে রয়েছে দুটি ইউএসবি পোর্ট, তিনটি এইচডিএমআই পোর্ট, একটি A-55 কোয়াড কোর প্রসেসর, ব্লুটুথ এবং ওয়াইফাই কানেক্টিভিটি, ও সঙ্গে ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই টিভিতেও আপনারা ২০ ওয়াটের স্পিকার পেয়ে যাবেন, যার সঙ্গে থাকছে dbx-tv অডিও টেকনোলজি।

এই লাইনআপের তৃতীয় টিভি Shinco SO55QBT এবং এটি একটি ৫৫ ইঞ্চি স্ক্রিন যুক্ত 4K UHD স্মার্ট টিভি। আগের ৪৯ ইঞ্চি টিভির মতো এই টিভির স্পেসিফিকেশন একই, তবে শুধুমাত্র স্ক্রীন সাইজ একটু বেশি। এই টিভির স্ক্রীন রেজুলেশন ৩৮৪০×২১৬০ পিক্সেল এবং এই টেলিভিশনে HDR 10 সাপোর্ট থাকছে। অ্যান্ড্রয়েড পাই ৯.০ এর ওপরে এই স্মার্ট টিভিটি চলবে এবং এই টেলিভিশনে আছে- UNIWALL-UI ইন্টারফেস।