অপেক্ষার অবসান আর মাত্র ক’সপ্তাহে, কেমন ফিচার নিয়ে আসছে Nothing Phone (2)

নাথিংয়ের দ্বিতীয় স্মার্টফোন, Nothing Phone (2) জুলাই মাসে লঞ্চ হতে চলেছে। আর সেই দিন যত এগিয়ে আসছে, ততই ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখতে পাওয়ার খবর সামনে আসছে। এখন, ডিভাইসটি সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) থেকে ছাড়পত্র লাভ করেছে। চলুন দেখে নেওয়া যাক Nothing Phone (2) সম্পর্কে কি কি তথ্য জানা গেছে।

Nothing Phone (2)-কে দেখা গেল TDRA-এর প্ল্যাটফর্মে

সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন নাথিং ফোন (২) সম্পর্কে নতুন কিছু তথ্য সামনে আসেনিন। অন্যান্য সার্টিফিকেশনের প্ল্যাটফর্মের মতোই সেটির লিস্টিং প্রকাশ করেছে যে, স্মার্টফোনটির মডেল নম্বর হল “A065″। জানিয়ে রাখি, এর পূর্বসূরি নাথিং ফোন (১) A063 মডেল নম্বরটি বহন করে।

প্রসঙ্গত, নাথিং ধীরে ধীরে আসন্ন নাথিং ফোন (২)-এর স্পেসিফিকেশনগুলি প্রকাশ করছে। কোম্পানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে এতে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) স্ক্রিন থাকবে। যা ১২০ হার্টজের রিফ্রেশ রেট সহ ফুলএইচডি+ রেজোলিউশন সাপোর্ট করতে পারে। কোম্পানি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, নাথিং ফোন (২) কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট সহ আসবে। হ্যান্ডসেটটির গিকবেঞ্চ (বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম) লিস্টিংটি প্রকাশ করেছে যে, এটি ১২ জিবি র‌্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে।

ফোনটি নাথিং ওএস ২.০ (Nothing OS 2.0) সফ্টওয়্যার সংস্করণ দ্বারা চালিত হবে। নাথিং তাদের ফোনে তিনটি প্রধান অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং তিন বছরের সিকিউরিটি আপডেট প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Nothing Phone (2) ৪,৭০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে৷ তবে, এর ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। ডিভাইসটির ক্যামেরা সেটআপ সম্পর্কিত নির্দিষ্ট বিবরণও এখনও প্রকাশ্যে আসেনি। তবে জানা গেছে, Phone (2) মজবুত উপাদান দিয়ে তৈরি করা হবে এবং এতে অ্যালুমিনিয়াম ফ্রেমও দেখা যাবে।

উল্লেখ্য, কিছুদিন আগে সুপরিচিত টিপস্টার, স্টিভ হ্যাম্যারস্টোফার ওরফে অনলিক্স কম্পিউটার এডেড ডিজাইন (CAD) রেন্ডারের মাধ্যমে Nothing Phone (2)-এর ডিজাইনটি প্রকাশ করেন। তবে ছবিগুলি সামনে আসার পরপরই, নাথিংয়ের প্রতিষ্ঠাতা এবং সিইও কার্ল পেই টুইটারে “ফেক” লিখে একটি টুইট করেছিলেন, যা ইঙ্গিত করে সেগুলি ভুয়ো।