দাম মাত্র ১৩ হাজার টাকা, iQOO U3x লঞ্চ হল 5G সাপোর্টের সাথে

ভিভো-র সাব ব্র্যান্ড আইকো আজ তাদের ঘরেলু মার্কেটে একপ্রকার চুপিচুপি iQOO U3x 5G লঞ্চ করেছে। এটি কোম্পানির সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন হিসাবে বাজারে এসেছে। এই ফোনের ফিচারের সাথে কিছুদিন আগে লঞ্চ হওয়া Vivo Y31s 5G এর অনেক মিল আছে। আইকো ইউ৩এক্স ৫জি ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর, ৯০ হার্টজ ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন iQOO U3x 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নিই।

iQOO U3x 5G এর দাম

আইকো ইউ৩এক্স ৫জি এর দাম শুরু হয়েছে ১,১৯৯ ইউয়ান থেকে (প্রায় ১৩,৩৫০ টাকা)। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। আবার এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও একই দাম পড়বে। তবে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ করতে হবে (প্রায় ১৬,৭০০ টাকা)। ফোনটি ইয়া গ্রে এবং ম্যাজিক ব্লু কালারে এসেছে। আশা করা যায় শীঘ্রই ফোনটি গ্লোবাল মার্কেটে পা রাখবে।

iQOO U3x 5G এর স্পেসিফিকেশন

আইকো ইউ৩এক্স ৫জি ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৮ ইঞ্চি আইপিএস এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) আইপিএস এলসিডি। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০.০৭: ৯, পিক্সেল ডেন্সিটি ৪০১ পিপিআই এবং স্ক্রিন টু বডি রেশিও ৯০.৬১ শতাংশ। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর। সাথে আছে ৮ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4x) ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 2.1)। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড আইকো ১.০ কাস্টম ইন্টারফেসে চলবে।

ফটোগ্রাফির জন্য iQOO U3x 5G ফোনের পিছনে দুটি ক্যামেরা বর্তমান। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। আবার সেকেন্ডারি ক্যামেরা হিসাবে আছে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

পাওয়ার ব্যাকআপের জন্য আইকো-র এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। চার্জিংয়ের জন্য আছে ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়েল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, ৩.৫মিমি হেডফোন জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন