বিরাট ছাড়, ৩০ হাজার টাকার কমে OnePlus, Vivo-র এই ফোনগুলি হবে আপনার সেরা পছন্দ

বছরের এই সময়টা ক্রেতাদের মধ্যে যেন ‘শপিং ফিভার’ চেপে বসে। আর এই সুযোগের ফায়দা তুলে অনলাইন শপিং সাইটগুলি লোভনীয় সব সেলের আয়োজন করতে থাকে। যেমন, ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ কাল থেকে শুরু হবে ‘Great Indian Festival’ সেল। যদিও প্রাইম মেম্বারদের জন্য আজ থেকেই সেলের গেট খুলে গেছে। এর আগের প্রতিবেদন গুলিতে এই সেলের কয়েকটি অফার সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম। আজও এমনি আরেকটি অফারের তথ্য নিয়ে হাজির হয়ে গেছি আমরা। Amazon Great Indian Festival সেলে ৩০,০০০ টাকার কমে লঞ্চ হওয়া স্মার্টফোনগুলির‌ উপর বাম্পার ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া HDFC ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা অতিরিক্ত ছাড় পাবেন। ফলে ফিচারে ঠাসা স্মার্টফোন কেনা মধ্যবিত্তদের জন্য এখন আর দুঃসাধ্য ব্যাপার নয়।

Amazon Great Indian Festival Sale স্মার্টফোন অফার

OnePlus Nord 2 : ওয়ানপ্লাস নর্ড ২ স্মার্টফোনটি সেলে উপলব্ধ মিড-রেঞ্জ স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। এতে, একটি ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে প্যানেল আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। থাকছে, মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর। এতে ইউজাররা ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ পেয়ে যাবেন। ফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি IMX766 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর বর্তমান। এতে, ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থন করে।

অফার : ওয়ানপ্লাস নর্ড ২ স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে সেলে এটিকে ২৮,৪৯৯ টাকায় বিক্রি করা হবে।

Mi 11X : শাওমির এমআই ব্র্যান্ডিংয়ের সাথে আসা এই স্মার্টফোনে রয়েছে একটি ৬.৬৭ ইঞ্চির ই৪ অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে থাকছে, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি মেমোরি। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে ফোনে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত একটি ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। এতে, ৪,৫২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অফার : এমআই ১১এক্স স্মার্টফোনের আসল দাম ২৯,৯৯৯ টাকা। তবে সেল চলাকালীন এটিকে HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কিনলে সর্বাধিক কম দামে অর্থাৎ ২৩,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাবে। তবে ব্যাঙ্ক কার্ড অফার ছাড়া ফোনটি কিনলে খসাতে হবে পুরো ২৬,৯৯৯ টাকা।

iQOO 7 5G : এই ৫জি স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ৬.৬২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ এসেছে। থাকছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। আর ক্যামেরা ফ্রন্টের কথা বললে ফোনে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত একটি ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট শুটার বর্তমান। এতে, ৪,৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৬ ওয়াট চার্জিং সমর্থন করবে।

অফার : আইকো ৭ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের রিটেল মূল্য ৩১,৯৯০ টাকা। তবে অ্যামাজন সেল থেকে কিনলে ক্রেতারা মাত্র ২৬,৯৯০ টাকায় ফোনটি বাড়ি নিয়ে আসতে পারবেন।

OnePlus Nord CE : ওয়ানপ্লাস নর্ড সিই হলো সংস্থার সবথেকে সস্তার স্মার্টফোন। এতে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে। ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য থাকছে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর। এতে ইউজাররা ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। ফোনের ক্যামেরা মডিউলে তিনটি সেন্সর দেখা যাবে, যার মধ্যে প্রাইমারি সেন্সরটি হলো ৬৪ মেগাপিক্সেলের। একই সাথে, ডিসপ্লের উপরিভাগে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

অফার : ওয়ানপ্লাস নর্ড সিই স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রকৃত মূল্য ২৪,৯৯৯ টাকা। তবে সেলে এটিকে ১,৫০০ টাকা ডিসকাউন্টের সাথে ২৩,৪৯৯ টাকায় এনলিস্ট করা হয়েছে।

Vivo V21e 5G : ভিভো ভি২১ই ৫জি স্মার্টফোনে ৬.৪৪ ইঞ্চির (১,০৮০x২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এতে, ২.৩ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য ফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এতে সেলফি তোলার জন্য থাকবে ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং সেন্সর। ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমেত ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির একটি শক্তিশালী ব্যাটারি আছে।

অফার : ভিভো ভি২১ই ৫জি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একটি মাত্র ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এই ভ্যারিয়েন্ট সেলে ১১% ডিসকাউন্টের সাথে ২৪,৯৯০ টাকায় বিক্রি করা হবে। জানিয়ে দিই, ফোনটির প্রকৃত মূল্য ২৭,৯৯০ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন