২০ হাজার টাকার কমে Realme Narzo 60 5G নাকি OnePlus Nord CE 3 Lite 5G আপনার জন্য সেরা হবে

Realme Narzo 60 5G এবং Oneplus Nord CE 3 lite 5G স্মার্টফোনের দাম ও ফিচারের মধ্যে কি কি পার্থক্য রয়েছে দেখে নিন

গত ৬ই জুলাই ভারতে আত্মপ্রকাশ করে Realme Narzo 60 5G। ফিচার হিসাবে এতে – FHD+ ডিসপ্লে প্যানেল, ২৫৬ জিবি স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম ওএস, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। এই ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা চলবে এপ্রিল মাসে লঞ্চ হওয়া OnePlus Nord CE 3 Lite 5G এর। আলোচ্য মডেল দুটির দামও প্রায় এক সমান। তাই আপনি যদি ২০,০০০ টাকারও কম রেঞ্জের একটি নয়া স্মার্টফোন কিনতে ইচ্ছুক থাকেন, তবে Realme এবং OnePlus ব্র্যান্ডের এই লেটেস্ট দুটি হ্যান্ডসেট আদর্শ হতে পারে। তবে এদের কোন মডেলটি কেনা সবচেয়ে লাভজনক হবে? আসুন Realme Narzo 60 5G এবং Oneplus Nord CE 3 lite 5G স্মার্টফোনের দাম ও ফিচারের মধ্যে কি কি পার্থক্য রয়েছে দেখে নেওয়া যাক।

Realme Narzo 60 5G Vs Oneplus Nord CE 3 lite 5G : দাম

এদেশের বাজারে রিয়েলমি নারজো ৬০ স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ১৭,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। আর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনকে কেনা যাবে ১৯,৯৯৯ টাকায়। এটি – কসমিক ব্ল্যাক এবং মার্স অরেঞ্জ কালার অপশনে এসেছে।

অন্যদিকে, ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের‌ ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। আর উচ্চতর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ২১,৯৯৯ টাকা। এটিকে – ক্রোম্যাটিক গ্রে এবং পেস্টেল লাইম কালার অপশনে পাওয়া যাবে।

Realme Narzo 60 5G Vs Oneplus Nord CE 3 lite 5G : ডিসপ্লে, সেন্সর

রিয়েলমি নারজো ৬০ স্মার্টফোন, ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১২০০x২৪০০ পিক্সেল) ডিসপ্লে প্যানেলের সাথে এসেছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট স্মার্টফোনে আছে ৬.৭১ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬৮০ নিট পিক ব্রাইটনেস এবং ৯১.৪০% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। আর ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।

Realme Narzo 60 5G Vs Oneplus Nord CE 3 lite 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, Realme Narzo 60 5G স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে রান করে। আবার স্টোরেজ হিসাবে ডিভাইসে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত রম।

উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য OnePlus Nord CE 3 Lite 5G ফোনে অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ কাস্টম স্কিন দ্বারা চালিত। এই স্মার্টফোনকে ৮ জিবি র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

Realme Narzo 60 5G Vs Oneplus Nord CE 3 lite 5G : ক্যামেরা সেটআপ

ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, রিয়েলমি নারজো ৬০ স্মার্টফোনে ব্যাক প্যানেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার লক্ষণীয়।

ছবি তোলার জন্য ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৩এক্স লসলেস জুম সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Realme Narzo 60 5G Vs Oneplus Nord CE 3 lite 5G : কানেক্টিভিটি বিকল্প, ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি

পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি নার্জো ৬০ স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার কানেক্টিভিটির জন্য আলোচ্য মডেলে – ওয়াই-ফাই, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত।

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট স্মার্টফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি‌ দেওয়া হয়েছে। এছাড়া কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে সামিল থাকছে – ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট।

Realme Narzo 60 5G Vs Oneplus Nord CE 3 lite 5G : পরিমাপ

রিয়েলমি নারজো ৬০ স্মার্টফোনের পরিমাপ ১৫৯.৮০x৭২.৯০x৭.৯৩ মিমি এবং ওজন ১৯২ গ্রাম।

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট স্মার্টফোনের পরিমাপ ১৬৫.৫x৭৬x৮.৩ মিমি এবং ওজনে ১৯৫ গ্রাম।