বাজেট যদি হয় ২০ হাজার টাকার কম, Redmi, Samsung, OnePlus, Realme-র এই ফোন সেরা

গ্রাহক-বেসের চাহিদা অনুসারে স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলি বিভিন্ন প্রাইজ ক্যাটাগরির উপর ভিত্তি করে তাদের হ্যান্ডসেটগুলিকে লঞ্চ করে থাকে। সেক্ষেত্রে, একটি নতুন স্মার্টফোন খরিদ্দারীর ক্ষেত্রে আপনাদের মধ্যে যাদের বাজেট ২০,০০০ টাকারও কম, তারা এই পরিমান টাকার বিনিময়ে দুর্দান্ত ফিচারে ঠাসা একাধিক হ্যান্ডসেট ভারতীয় বাজারে পেয়ে যাবেন। তবে আপনাদের সুবিধার্থে আজ আমরা অগুনিত অপশনের মধ্যে সেরা ৪টি হাই-বাজেট রেঞ্জের স্মার্টফোনের তালিকা পেশ করবো। প্রতিবেদনে উল্লেখিত প্রতিটি মডেলে – FHD+ / HD+ ডিসপ্লে প্যানেল, ট্রিপল / কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ৬ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ ও ৬,০০০ এমএএইচ পর্যন্ত ক্যাপাসিটির ব্যাটারি বর্তমান। অর্থাৎ সাশ্রয়ী দামে একগুচ্ছ কার্যকরী ফিচারের সান্নিধ্য পেয়ে যাবেন আপনারা। চলুন এবার ২০,০০০ টাকার মধ্যে উপলব্ধ ৪টি সেরা স্মার্টফোনের দাম ও ফিচার সহ তালিকা দেখে নেওয়া যাক এবার।

২০,০০০ টাকার কমে উপলব্ধ সেরা ৪টি স্মার্টফোনের তালিকা

Xiaomi Redmi Note 11 Pro : রেডমি নোট ১১ প্রো স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৯,০৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

ফিচার : ডুয়েল সিমের Redmi Note 11 Pro ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১৮০০ x ২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,২০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। ফাস্ট পারফরম্যান্স সরবরাহের জন্য এটি অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করে। ফটোগ্রাফির জন্য রেডমি নোট ১১ প্রো ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, এফ/১.৯ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল Samsung HM2 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

Samsung Galaxy M33 5G : স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি স্মার্টফোনকে মাত্র ১৬,৭৮০ টাকা খরচ করে পকেটস্থ করে নেওয়া যাবে। এই দাম মডেলটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের।

ফিচার : Samsung Galaxy M33 5G ফোনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ইনফিনিটি-ভি ডিসপ্লে। এই ফোনে ৫এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা কোর এক্সিনস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে। স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

OnePlus Nord CE 2 Lite 5G : ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে আসা ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনকে ১৯,৯৪৫ টাকায় কেনা যাবে।

ফিচার : ডুয়াল-সিমের (ন্যানো) OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন সহ ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪১২ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যার এসপেক্ট রেশিও ২০:৯, পিক্সেল ডেনসিটি ২০২পিপিআই এবং রিফ্রেশ রেট (ডাইনামিক) ১২০ হার্টজ। এই ডিসপ্লে, sRGB কালার গ্যামেট এবং ২৪০ হার্টজ টাচ রেসপন্স রেট সমর্থন করে, যা উন্নত গেমিং অভিজ্ঞতা প্রদান করবে বলে জানিয়েছে ওয়ানপ্লাস। তদুপরি, এই হ্যান্ডসেটটি অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ এবং অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২.১ কাস্টম স্কিন পাওয়া যাবে। ছবি তোলার জন্য উক্ত ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল শ্যুটার এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এই ডিভাইসের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাসের এই ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ওয়াট সুপারভোক (SuperVOOC) ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।

Realme 9 Pro 5G : রিয়েলমি ৯ প্রো ৫জি স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ১৮,৯৯৯ টাকা।

ফিচার : Realme 9 Pro 5G স্মার্টফোনে আছে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস LCD ডিসপ্লে প্যানেল, যা ১২০ হাৰ্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসরের সাথে আত্মপ্রকাশ করেছে। ফটোগ্রাফির জন্য এতে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এছাড়া, সেলফি তোলার জন্য, উক্ত ফোনে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।