Redmi থেকে Samsung, ৫০০০ টাকার কমে কিনুন এই পাঁচটি সেরা স্মার্টফোন

এখনকার দিনে স্মার্টফোন ছাড়া এক পা চলাও অসম্ভব। বিশেষত সাম্প্রতিককালে করোনা পরিস্থিতিতে সমস্ত কাজকর্মই অনলাইন নির্ভর হয়ে যাওয়ায় বর্তমানে এই ডিভাইসটির চাহিদা তথা গুরুত্ব বিপুল…

এখনকার দিনে স্মার্টফোন ছাড়া এক পা চলাও অসম্ভব। বিশেষত সাম্প্রতিককালে করোনা পরিস্থিতিতে সমস্ত কাজকর্মই অনলাইন নির্ভর হয়ে যাওয়ায় বর্তমানে এই ডিভাইসটির চাহিদা তথা গুরুত্ব বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কিন্তু চলতি মহামারীর সুবাদে দেশের অর্থনীতির চূড়ান্ত টালমাটাল অবস্থার দরুন বেশিরভাগ মানুষেরই পকেটের অবস্থা বেসামাল। ফলে বাজেট কম হওয়ায় বহু ক্রেতারাই এখন কমদামি স্মার্টফোনের সন্ধান করছেন। তাই আপনি যদি একটি নতুন এবং প্রয়োজনীয় ফিচারে ভরা স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন এবং আপনার বাজেট যদি ৫,০০০ টাকার আশেপাশে হয়, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্যই। কারণ আজ আমরা আপনাদের ভারতের বাজারে বিদ্যমান এমন ৫ টি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের খোঁজ দেব, যেগুলির দাম ৫,০০০ টাকার আশেপাশেই থাকবে। 

itel A23 Pro

কোয়াড-কোর প্রসেসর দ্বারা চালিত এই ফোনে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন ৪৮০x৮৫৪ পিক্সেল। অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে, এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১০.০ গো এডিশনে কাজ করে। এই স্মার্টফোনের পিছনে একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে, এই স্মার্টফোনে সফট ফ্ল্যাশ সহ একটি ০.৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ২৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। বর্তমানে ই-কমার্স সাইট Flipkart-এ আইটেল এ২৩ প্রো-এর ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩,৮৭০ টাকা।

Itel A25 Pro

এই আইটেল স্মার্টফোনে উপস্থিত ৫ ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০x১২৮০ পিক্সেল। এই স্মার্টফোনে ১.৪ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এই স্মার্টফোনের পিছনে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ফ্রন্ট ক্যামেরা হিসেবে এই স্মার্টফোনে রয়েছে ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৩০২০ এমএএইচ ব্যাটারি সহ আসা এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড পাই (গো এডিশন)-এ কাজ করে। কানেক্টিভিটির কথা বলতে গেলে, এই স্মার্টফোনে ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, ৩.৫ মিমি হেডফোন জ্যাক বর্তমান। বর্তমানে Reliance Digital-এর অফিসিয়াল সাইটে আইটেল এ২৫ প্রো-এর ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,০৯৯ টাকা।

Lava Z1

এই লাভা স্মার্টফোনে আছে ৫ ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন ৪৮০x৮৫৪ পিক্সেল। কোয়াড-কোর মিডিয়াটেক হেলিও এ২০ প্রসেসর দ্বারা চালিত এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এর পিছনে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে, এই স্মার্টফোনে এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটিতে রয়েছে ৩১০০ এমএএইচ ব্যাটারি। সংস্থার অফিসিয়াল সাইটে এই লাভা মোবাইলটির দাম প্রায় ৫,১৯৯ টাকা।

Redmi Go

এই রেডমি স্মার্টফোনটিতে ৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ৭২০ x ১২৮০ পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও ১৬:৯। এই হ্যান্ডসেটটিতে কোয়াড-কোর কোয়ালকম এমএসএম৮৯১৭ স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরা সেটআপের কথা বললে, এই স্মার্টফোনে রয়েছে এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সেইসাথে এই স্মার্টফোনের পিছনে এফ/২.০ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে, এই স্মার্টফোনে রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও (গো এডিশন)-এ কাজ করে। Mi-এর অফিসিয়াল সাইটে রেডমি গো-এর ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,৫৯৯ টাকা।

Samsung Galaxy M01 Core

এই স্যামসাং মোবাইলে পাওয়া যাবে ৭২০x১৪৮০ পিক্সেল রেজোলিউশন এবং ১৮.৫:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৫.৩০ ইঞ্চি ডিসপ্লে। এই স্মার্টফোনটি ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর মিডিয়াটেক এমটি৬৭৩৯ প্রসেসর দ্বারা চালিত। ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনটিতে এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সেইসাথে এই স্মার্টফোনের পিছনে এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, এই স্মার্টফোনে রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি। বর্তমানে Reliance Digital-এর অফিসিয়াল সাইটে স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর-এর ১ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৫,১৯৯ টাকা।