সস্তায় সেরা পাঁচটি ট্যাবলেটের খোঁজ, রয়েছে ভয়েস কলিংয়ের সুবিধা

কোভিড-১৯-এর কারণে গত দেড় বছর ধরে পড়ুয়ারা ডিজিটাল পদ্ধতিতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ফলে, ই-লার্নিং সিস্টেমে পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশের অধিকাংশ স্টুডেন্টদের ভরসা এখন স্মার্টফোন। তবে, হ্যান্ডসেটের স্ক্রিন সাইজ ছোট হওয়ার কারণে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাই আজকাল অভিভাবকেরা স্মার্টফোনের বিকল্প হিসাবে ট্যাবলেটকে বেছে নিচ্ছেন তাদের সন্তানদের জন্য। স্মার্টফোনের চেয়ে ট্যাবলেটের ডিসপ্লে প্যানেল বড়ো থাকার ফলে এবং একই সাথে ল্যাপটপের থেকে অধিক পোর্টেবল আর দামে কম হওয়ার কারণে এখন অনেকেই এই ডিভাইসটি কিনছেন। সেক্ষেত্রে, আজ আমরা আপনাদের এমন কয়েকটি ট্যাবলেটের হদিশ দেব, যেগুলিতে হাই-কোয়ালিটির ডিসপ্লে ফিচার, অ্যাডভান্স প্রসেসর থাকবে। আবার এই ট্যাবলেটগুলি পাওয়া যাবে ২০,০০০ টাকার কমে।

Samsung Galaxy Tab A7 Lite: ১১,৯৯৮ (১৭% ডিসকাউন্ট)

স্লিম মেটাল বডি ডিজাইনের সাথে আসা স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৭ লাইটে, ৮.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে দেখা যাবে। স্টোরেজের ক্ষেত্রে এতে, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম পাওয়া যাবে। উন্নত পারফরম্যান্সের জন্য থাকছে এমটি৮৭৬৮টি প্রসেসর। এতে আপনারা ডলবি অ্যাটমস স্পিকারের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া, ট্যাবলেটটি যাতে দীর্ঘক্ষণ সক্রিয় থাকে তার জন্য, এতে ৫,১০০ এমএএইচ পাওয়ারের শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে।

Lenovo Tab M8 HD 2nd Gen: ১১,৮৪৯ (৩৪%)

লেনেভোর এই ট্যাবলেটের বডি স্ট্রাকচারে মেটাল ডিজাইন দেখা যাবে। এতে, ৮ ইঞ্চির এইচডি কোয়ালিটির ডিসপ্লে আছে, যা দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করবে। এটি অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আর ফাস্ট পারফরম্যান্সের এই ট্যাবলেটে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ট্যাবে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পেয়ে যাবেন আপনারা। আর পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

I KALL N15 4G Calling Tablet: ৯,৯৯৯ (১৭%)

আকর্ষণীয় লুকের সাথে নানাবিধ কার্যকরী ফিচারও দেখা যাবে আই ক্যাল এন১৫ ট্যাবলেটে। এতে ৪জি সিম স্লট বর্তমান। ফলে ডিভাইসটির মাধ্যমে ইন্টারনেট ব্রাউজিং করার পাশাপাশি ভয়েস কল করার সুবিধাও পাওয়া যাবে। ১০ ইঞ্চির ডিসপ্লে যুক্ত এই ট্যাবলেট, অ্যান্ড্রয়েড ৯.০ পাই ওএস ভার্সন দ্বারা চালিত হবে। এই ট্যাবে ১.৬ গিগাহার্টজ ক্লক রেটের কোয়াড কোর প্রসেসর রয়েছে। এতে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

Lenovo Tab M10 FHD Plus Tablet: ২০,৯৯৯ (৪০%)

কলিং আর ব্রাউজিংয়ের জন্য যদি আলাদা আলাদা ডিভাইস ব্যবহার করতে হয়, তাহলে তা খুবই বিরক্তির বিষয় হয়ে উঠবে। সেক্ষেত্রে, আপনারা লেনোভো ট্যাব এম১০ ডিভাইসটিকে কিনতে পারেন। এতে একই সাথে ইন্টারনেট ব্রাউজ এবং ভয়েস কল করার সুবিধা পাওয়া যাবে। এতে, ১০.৩ ইঞ্চির TUV সার্টিফাইড ডিসপ্লে আছে, যা বাচ্চাদের চোখ সুরক্ষিত রাখবে। এটি অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলবে। আর উন্নত পারফরম্যান্সের জন্য ট্যাবলেটে, ১.৮ গিগাহার্টজ ক্লক রেটের মিডিয়াটেক হেলিও পি২২টি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া এই ট্যাবলেটে, ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Fusion 5 4G 10.1 inch (25.65 cm) Full HD Tablet: ১৫,৯৯৯ (৩৬%)

শিক্ষার্থীদের জন্য ফিউশন ৫ ট্যাবলেটটি আদর্শ। এতে, ১০.১ ইঞ্চির ফুল এইচডি (১,৯২০x১,২০০ পিক্সেল) 2.5D IPS ডিসপ্লে আছে। অ্যান্ড্রয়েড ১০ ওএস দ্বারা চালিত এই ট্যাবলেটে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ বর্তমান। এতে হাই-এন্ড গেম খেলা যাবে। এছাড়া, ডিভাইসের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৪.০ এবং ডুয়েল ৪জি সিম কার্ড স্লট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

7 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

7 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

9 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

9 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

10 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

10 hours ago