চুটকিতে হবে সেরা ভিডিও এডিট, বাজারে উপলব্ধ ৫টি চমকপ্রদ এডিটিং অ্যাপ সম্পর্কে জেনে নিন

ইদানিংকালে ডিজিটাল দুনিয়ায় শর্ট ভিডিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সেক্ষেত্রে এই ধরণের ভিডিও যে শুধুই এখন মানুষের মনোরঞ্জনে সাহায্য করছে তা কিন্তু নয়, বহু সংখ্যক মানুষ এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শর্ট ভিডিও বানিয়ে হাজার হাজার টাকা রোজগার করতেও সক্ষম হচ্ছেন। বিশেষত করোনা মহামারীর সুবাদে লকডাউন পরিস্থিতিতে এই মোবাইল ভিডিওগ্রাফির গ্রাফ চরম হারে বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, বিশেষ কোনো ডিগ্রি বা দক্ষতা ছাড়াই শুধুমাত্র একটু সৃজনশীলতার সাহায্য নিয়েই অসাধারণ কিছু ভিডিও তৈরি করে সেগুলিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই মানুষের হাতে এখন প্রচুর টাকা আসার সুযোগ রয়েছে।

আর শুধু টাকা রোজগারই নয়, অনেকেই নিজেদের ট্যালেন্টকে দর্শকদের সামনে তুলে ধরতে এই ধরনের ভিডিও বানানোর প্রচেষ্টা চালাচ্ছেন। সেক্ষেত্রে আপনিও যদি এরকম শর্ট ভিডিও তৈরি করতে চান, তবে প্রথমেই আপনার প্রয়োজন এমন কিছু ভিডিও এডিটিং অ্যাপ সম্পর্কে জেনে নেওয়া, যেগুলি আপনার মুঠোফোনটিকে কাজে লাগিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে আপনাকে বিশেষভাবে সাহায্য করবে। আসলে এই প্রতিবেদনে আমরা এমনই সেরা ৫টি ফ্রি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলির সাহায্যে আপনি খুব সহজেই আপনার মোবাইল ভিডিওগুলিকে কাস্টমাইজ করতে পারবেন।

১. Video Editor & Maker – InShot

শর্ট ভিডিও বানানোর জন্য বহুল প্রচলিত তথা জনপ্রিয় একটি অ্যাপ হল InShot। এটির মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের সাহায্যে খুব সহজেই অসাধারণ ভিডিও এফেক্ট এবং ফিচারসমৃদ্ধ শর্ট ভিডিও তৈরি করতে পারবেন, যা দর্শকদের মুগ্ধ করতে বাধ্য। এই অ্যাপটিতে নিম্নলিখিত ফিচারগুলি পেয়ে যাবেন:

  • ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী ভিডিও ট্রিম এবং কাট করতে পারবেন।
  • একটি ভিডিওকে অনেকগুলি ক্লিপে ভাগ করা যাবে।
  • একাধিক ক্লিপ এবং ভিডিওকে একসাথে মার্জ করা যেতে পারে।
  • গুণমান নষ্ট না করে ভিডিওকে কম্বাইন এবং কমপ্রেস করার সুবিধা রয়েছে।
  • রিভার্স এবং রিওয়াইন্ড ক্লিপ অপশনসহ ভিডিও স্পিডকে ০.২x থেকে ১০০x পর্যন্ত অ্যাডজাস্ট করা যাবে।
  • ভ্লগ মিউজিক ভিডিও মেকারের সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী যে-কোনো মিউজিক কোনো ভিডিওতে অ্যাড করতে পারবেন।
  • কোনো ভিডিও থেকে অডিও এক্সট্র্যাক্ট করা এবং একাধিক সাউন্ড এফেক্ট অ্যাড করা যাবে।
  • ১,০০০-এরও বেশি স্টিকার এবং মজাদার মিমস রয়েছে, যেগুলি প্রয়োজন অনুযায়ী ইউজাররা কাজে লাগাতে পারেন।

২. KineMaster – Video Editor

KineMaster অ্যাপটিকে কাজে লাগিয়ে ইউজাররা সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও এডিটিং করার সুযোগ পাবেন। তবে ব্যবহারকারীরা যদি KineMaster Premium সাবস্ক্রিপশন নেন, তাহলে আরও অনেকগুলি কার্যকর ভিডিও মেকিং ফিচার আনলক হয়ে যাবে, যার সুবাদে তারা আরও দুর্দান্ত ও আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন। আবার, এই সাবস্ক্রিপশন নিলে ইউজাররা অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে কোনো ওয়াটারমার্ক ছাড়া অ্যাড-ফ্রি এক্সপেরিয়েন্সও অর্জন করতে সক্ষম হবেন। এই অ্যাপটিতে নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যাবে:

  • প্রজেক্ট ডাউনলোড এবং রি-এডিট করা।
  • ভিডিও কাট এবং ক্রপ করার জন্য প্রয়োজনীয় বেশ কিছু টুলস।
  • ভিডিও, ইমেজকে কম্বাইন ও এডিট করা, এবং সেইসাথে ভিডিওতে স্টিকার, স্পেশাল এফেক্ট, টেক্সট অ্যাড করা।
  • KineMaster Asset Store থেকে একাধিক ট্রানজিশন, এফেক্ট, ভিডিও এবং ইমেজ, স্টিকার, ফন্ট এবং অ্যানিমেশন কেনার সুবিধা।
  • ভিডিওতে ভয়েসওভার, মিউজিক, ভয়েস চেঞ্জার, এবং সাউন্ড এফেক্ট অ্যাড করা।
  • ভিডিওতে রিভার্সিং, স্লো-মো -এর মতো ভিজ্যুয়াল এফেক্ট ক্রিয়েট করা, এবং ব্লেন্ডিং মোডের প্রয়োগ।
  • অনন্য ভিডিও বানানোর জন্য কালার অ্যাডজাস্টমেন্ট এবং একাধিক কালার ফিল্টার ব্যবহারের সুযোগ।

৩. Video Editor & Maker – VideoShow

VideoShow নামক অ্যাপটি একাধিক কার্যকর ভিডিও এডিটিং ফিচার সহ আসে, যার মধ্যে রয়েছে মিউজিক, অ্যানিমেশন স্টিকার, কার্টুন ফিল্টার, সাউন্ড এফেক্ট সহ আরও অনেক কিছু। এই অ্যাপটির সাহায্যে শর্ট ফিল্ম-নির্মাতারা স্ক্রোল টেক্সট, এফএক্স, এফেক্টস, জিআইএফ, ট্রেন্ডি ট্রানজিশন বা লাইভ ডাবিং সহ বিভিন্ন ফিচারকে কাজে লাগিয়ে পার্সোনালাইজড ভঙ্গিতে নিজেদের ভিডিওগুলিকে এডিট করতে পারবেন। নিম্নলিখিত সুবিধাগুলি এই অ্যাপে পাওয়া যাবে:

  • ব্যবহারকারীরা VideoShow-র সাহায্যে তাদের নিজস্ব ভ্লগ, আকর্ষণীয় মিমস এবং মজাদার ভিডিওগুলি খুব সহজেই তৈরি করতে পারবেন।
  • অডিও এক্সট্রাক্টর ফিচারটি কোনো ভিডিও থেকে যাবতীয় অপ্রয়োজনীয় অডিও এক্সট্র্যাক্ট করতে সক্ষম।
  • টেম্পো এবং টেমপ্লেট চুজ করার জন্য রেডি-মেড টেমপ্লেট পাওয়া যাবে।
  • ব্যবহারকারীরা 4K ভিডিও এক্সপোর্ট করার পাশাপাশি কোনো গুণমান নষ্ট না করেই এইচডি ভিডিও সেভ করতে পারবেন।
  • ভিডিও ওভারলে ব্যবহার করে একটি স্ক্রিনে একাধিক ভিডিও ডিসপ্লে করা যাবে।
  • ইমোজি বা অ্যানিমেটেড ফিল্টার অ্যাড করার পাশাপাশি ডাবল এক্সপোজার এফেক্ট তৈরি করা যাবে।
  • রেকর্ডারের মতো ভয়েস-ওভার অ্যাড করার পাশাপাশি আপনার ভয়েসটিকে রোবোটিক সাউন্ডে পরিবর্তন করা যেতে পারে।

৪. VivaCut – Pro Video Editor

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে VivaCut হল একটি প্রো ভিডিও এডিটর, যার সাহায্যে ভিডিওতে মাল্টি-লেয়ার টাইমলাইন, ক্রোমা কী এবং গ্রিন স্ক্রিনের মতো এফেক্টগুলি তৈরি করা যাবে। এর ফলে ইউজাররা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মিউজিক সহ অনন্য সিনেমাটিক ভিডিও তৈরি করতে সক্ষম হবেন। এই অ্যাপে নিম্নোক্ত ফিচারগুলি পাওয়া যাবে:

  • ভিডিওগুলিকে কম্বাইন/মিক্স করা এবং হলিউড-স্টাইলে এডিট করার সুযোগ।
  • ভিডিও কোলাজ, মাস্ক, টেক্সট, ইমোজি, স্টিকার ইত্যাদি প্রয়োগের সুবিধা।
  • ভিডিওতে লিনিয়ার, মিরর, রেডিয়াল, রেকট্যাঙ্গল, এবং ওভাল এফেক্ট অ্যাড করা।
  • কোনো ভিডিও থেকে মিউজিক/অডিও এক্সট্র্যাক্ট করার পাশাপাশি একাধিক সাউন্ড এফেক্ট অ্যাড করার সুবিধা।
  • ট্রানজিশন এফেক্টসহ সিনেমাটিক ওভারলে ভিডিও এডিটর তৈরি করার সুযোগ।
  • ডাবল এক্সপোজার তৈরি করার জন্য ক্লিপগুলিকে একসাথে কম্বাইন করা।
  • ৭২০ পিক্সেল, ১০৮০ পিক্সেল, এবং 4k ভিডিও এক্সপোর্ট করার সুবিধা।

৫. FilmoraGo – Video Editor & Maker

FilmoraGo একটি এইচডি ভিডিও এডিটর এবং ভিডিও মেকার অ্যাপ্লিকেশন, যাতে টেক্সট, অডিও, ইমোজি, স্পেশাল এফেক্টস, ফিল্টার, ব্যাকগ্রাউন্ড, ইত্যাদির মতো একাধিক কার্যকর ফিচার বিদ্যমান। খুব সহজেই অত্যন্ত আকর্ষণীয় ভিডিও তৈরি করতে এই অ্যাপটি ইউজারদের বিশেষভাবে সাহায্য করবে। নিম্নলিখিত ফিচারগুলি এই অ্যাপে পাওয়া যাবে:

  • এটি একটি অত্যন্ত সহজে ব্যবহার্য ভিডিও এডিটিং অ্যাপ।
  • নবাগত সহ অভিজ্ঞ চলচ্চিত্র পরিচালকদের উন্নত মানের সিনেমার দৃশ্য তৈরিতে সাহায্য করতে ভীষণরকমভাবে পটু এই অ্যাপ।
  • ভিডিওকে ট্রিম, কাট, এবং মার্জ করা যাবে।
  • ভিডিওকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলতে একাধিক কালার ফিল্টার ব্যবহারের সুযোগ রয়েছে।
  • কোনো ভিডিওকে ক্রপ করে তাকে এইচডি কোয়ালিটিতে এক্সপোর্ট করা এবং সেইসাথে কোনো ভিডিও এবং ফটোকে যে-কোনো অ্যাসপেক্ট রেশিওতে ফিট করা যেতে পারে।
  • VIP-এ আপডেট করার পরে কোনো ওয়াটারমার্ক/অ্যাডের দেখা মিলবে না।
TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

13 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago