itel A48 একদম সস্তায় ভারতে লঞ্চ হল, ক্রেতারা পাবেন বিভিন্ন Jio এক্সক্লুসিভ বেনিফিট

Itel A48 নামে ভারতে বাজেট-বান্ধব স্মার্টফোন লঞ্চ করল চীনা কোম্পানি আইটেল। একেবারে সাধ্যের মধ্যে ফোনটির দাম রাখা হয়েছে। কম দামি হ্যান্ডসেট হওয়ার জন্য পরিমিত ফিচারের সাথে এসেছে Itel A48। ওয়াটারড্রপ-স্টাইলের নচ ডিসপ্লে, AI ক্যামেরা, ফেস আনলক, ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডিভাইসটির উল্লেযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে।

Itel A48 এর স্পেসিফিকেশন

আইটেল এ৪৮ স্মার্টফোনে ৬.১ ইঞ্চি আইপিএস ডিসপ্লে আছে, যা এইচডি (৭২০x১৫৬০ পিক্সেল) রেজোলিউশন এবং ১৯:৫:৯ আসপেক্ট রেশিও অফার করে। ডিসপ্লের টিয়ারড্রপ নচের মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেল এআই ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

১.৪ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর দ্বারা পরিচালিত আইটেল এ৪৮। এতে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

আইটেল এ৪৮- এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ৫ মেগাপিক্সেল ডুয়েল এআই ক্যামেরা আছে‌। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৩,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১০ গো এডিশনে চলবে এই ফোন‌।

Itel A48 দাম

কোম্পানির তরফে দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, আইটেল এ৪৮-এর দাম ৬,৯৯৯ টাকা রাখা হয়েছে। ব্ল্যাক, গ্রীন, ও পার্পেল রঙের মধ্যে ফোনটি বেছে নেওয়া যাবে।

Itel A48 অফার

একশো দিনের ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার পাচ্ছেন Itel A48 ক্রেতারা। এছাড়া জিও গ্রাহকরা বিভিন্ন বেনিফিট পাবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন