সাবধান, আরোগ্য সেতু সহ একাধিক ফেক কন্টাক্ট ট্রেসিং অ্যাপ বানিয়ে ফোন হ্যাক করছে হ্যাকাররা

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি নতুন বিপদ সামনে এসেছে। জানা গেছে, হ্যাকাররা করোনার সংক্রমণ ট্র্যাক করার জন্য তৈরি কন্টাক্ট ট্রেসিং অ্যাপগুলির ফেক ভার্সন ব্যবহার করে ইউজারদের টার্গেট করছে। অ্যানোমালি থ্রেট রিসার্চের প্রতিবেদন অনুসারে, এটি ভারত সহ আরও ১০ টি দেশের জন্য ভীতির কারণ হয়ে উঠতে পারে। আপনাদের জানিয়ে রাখি, কন্টাক্ট ট্রেসিং অ্যাপগুলির ফেক ভার্সনে ম্যালওয়্যার ব্যবহার করে হ্যাকাররা আপনার ফোন অ্যাক্সেস করতে এবং ফোন কলগুলি রেকর্ড করতে পারে। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সম্প্রতি প্রকাশিত হয়েছে, যে হ্যাকাররা সরকারী কন্টাক্ট ট্রেসিং অ্যাপ ‘আরোগ্য সেতু’ র একটি ফেক ভার্সন প্রস্তুত করেছে। এছাড়াও, একটি ভুয়ো অ্যাপ ছত্তিসগড়ের কন্টাক্ট ট্রেসিং অ্যাপটি কপি করছিল। আশ্চর্যের বিষয় হল, এরকম আরো একাধিক অ্যাপ রয়েছে যা মূল অ্যাপের নাম ভাঙ্গিয়ে ইউজারকে ফাঁদে ফেলার চেষ্টা করছে।

অ্যান্ড্রয়েড হেডলাইনের প্রতিবেদন অনুসারে জানা গেছে, আপাতত ১২ টি এইধরণের ফেক অ্যাপের খোঁজ পাওয়া গেছে, যার অর্ধেকেরও বেশি হল ট্রোজান। ডিভাইসের ক্ষতি করে এমন অন্য একটি ভাইরাস হল অ্যাডওয়্যার। জানিয়ে রাখি যে, এই ম্যালওয়্যারগুলিকে Anubis ও Spynote এর উপর ডেভেলপ করা হয়েছে। এগুলি সবচেয়ে ক্ষতি করতে পারে ভারত, ব্রাজিল, রাশিয়া এবং ইন্দোনেশিয়ার ইউজারদের।

Anubis এবং SpyNote কী?

SpyNote ভাইরাস ডিভাইস থেকে এসএমএস, লোকেশন ডেটা এবং কন্টাক্ট চুরি করে। অন্যদিকে, Anubis সম্পূর্ণরূপে সিস্টেমের তথ্য অ্যাক্সেস করতে পারে। শুধু তাই নয়, ম্যালওয়ারগুলি ইউজারের ফোন কলগুলি রেকর্ড করতে পারে। যদি কারো ফোনে SpyNote প্রবেশ করে, তবে সেটি কন্টাক্ট এডিট, কল বা মেসেজ সেন্ড করতে পারে। Anubis এর ম্যালওয়্যার ব্রাজিল এবং রাশিয়ায় পাওয়া গেছে। এদিকে SpyNote ইন্দোনেশিয়া এবং ভারতের ইউজারকে টার্গেট করছে।