GT vs PBKS: মরনবাচন ম্যাচে আজ গিলদের মুখোমুখি হবে শিখররা, কেমন হতে চলেছে দুই‌ দলের একাদশ? জানুন

একদিকে গুজরাট টাইটান্স ৩ টি ম্যাচ খেলে ২ টিতে জয়লাভ করায় আইপিএল ২০২৪ এর পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে, অন্যদিকে পাঞ্জাব কিংস ৩ টি ম্যাচ খেলে ১ টি জেতায় সপ্তম স্থানে রয়েছে।

আইপিএল ২০২৪ (IPL 2024) এ এখনো পর্যন্ত প্রত্যেকটি ম্যাচই বিভিন্ন মুহূর্ত উপহার দিয়ে এসেছে। আজ আবার একটি উত্তেজনাপূর্ন ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস (Gujarat Titans vs Punjab Kings)। ম্যাচটি অনুষ্ঠিত হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। একদিকে গুজরাট ৩ টি ম্যাচ খেলে ২ টিতে জয়লাভ করায় পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে, অন্যদিকে পাঞ্জাব ৩ টি ম্যাচ খেলে ১ টি জেতায় সপ্তম স্থানে রয়েছে।

আবহাওয়া রিপোর্ট (Weather Report):

আজ আমেদাবাদের বৃষ্টির কোনোরকম আশঙ্কা নেই। ফলে বিনা বাঁধায় ম্যাচটি খেলা হবে। তবে সন্ধ্যাবেলায় সেখানকার তাপমাত্রা থাকবে ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আর্দ্রতা থাকবে ৫৫ শতাংশ। আজ ১০ কিমি প্রতিঘন্টা বেগে বাতাসও বইবে। যার কারণে ম্যাচটি মাঠে উপস্থিত ভক্তদের জন্য মনোরম হয়ে উঠবে।

পিচ রিপোর্ট (Pitch Report):

আজ রিপোর্ট অনুযায়ী পিচ একেবারে পরিপক্ক হবে বলে মনে করা হচ্ছে। এই পিচ ব্যাটিং এবং বোলিং দুই বিভাগের জন্য অনুকূল হয়ে উঠবে৷ স্পিনাররাও সুবিধা পাবেন এই পিচে। গতম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ এই পিচে ১৬২ রান করেছিল, যা শেষ ওভারে গিয়ে জয়লাভ করে গুজরাট৷ আশা করা হচ্ছে, যে দল টসে জিতবে তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে।

গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ (Probable XI Of GT):

শুভমান গিল (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাই সুদর্শন (ইম্প্যাক্ট), আজমাতুল্লাহ ওমারজাই, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, দর্শন নালকান্দে, নূর আহমেদ, উমেশ যাদব, মোহিত শর্মা (ইম্প্যাক্ট)।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ (Probable XI Of PBKS):

শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, প্রভসিমরান সিং (ইম্প্যাক্ট), স্যাম কুরান, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং (ইম্প্যাক্ট)।