Bharat NCAP: গাড়ির সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে নতুন পদক্ষেপ নিল কেন্দ্র

চার চাকার গাড়িতে যাত্রীর সুরক্ষা পরীক্ষা করে দেখার ব্যবস্থা (ক্র্যাশ টেস্ট) বিশ্বব্যাপী চালু রয়েছে। আন্তর্জাতিক মাপকাঠি অনুযায়ী এবার ভারতেও এই ব্যবস্থা চালু হতে চলেছে। ভারত এনক্যাপ (Bharat NCAP) এ দেশে নির্মিত সমস্ত গাড়ির যাত্রী নিরাপত্তা পরীক্ষা করে দেখবে। এই ব্যবস্থার চালু হওয়ার কথা অবশ্য আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবারে তার খসড়া নীতি জারি করা হল। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari) খসড়া নীতিতে অনুমোদন দিয়ে জানিয়েছেন, আগামী বছর (২০২৩) এপ্রিল থেকে এদেশের সমস্ত গাড়িতে যাত্রীর সুরক্ষা যাচাই করে দেখা শুরু হবে।

নিরাপত্তার মান হিসেবে গাড়িতে সুরক্ষার রেটিং দেওয়া হবে। যা দেখে গ্রাহকরা গাড়িটির নিরাপত্তা সম্পর্কে ধারণা করতে পারবেন। এই প্রসঙ্গে, গডকড়ী বলেন, “বিশ্বে পয়লা নম্বর গাড়ির তালুক হওয়ার পাশাপাশি ভারতের অটোমোবাইল ক্ষেত্রকে আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে ভারত এনক্যাপ তার গুরুত্ব প্রমাণ করবে।”

তিনি যোগ করেন, বর্তমানে ভারতে বিক্রিত গাড়িগুলি ক্র্যাশ টেস্টের জন্য গ্লোবাল এনক্যাপ-এর উপর নির্ভরশীল। আগামী দিনে এই নির্ভরশীলতা কমানোর অঙ্গ হিসেবে পদক্ষেপটি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চালক ছাড়া আট আসন পর্যন্ত যাত্রী গাড়িতে নিরাপত্তা পরীক্ষা করবে ভারত এনক্যাপ। আমদানিকৃত অথবা এদেশে নির্মিত ৩.৫ টন বা তার কম ওজনের গাড়ির সুরক্ষা খতিয়ে দেখবে তারা।

ভারতে কোনো গাড়িতে যাত্রী সুরক্ষার প্রশ্নে অথবা রাস্তায় তা কতটা অভিঘাত সহ্য করতে সক্ষম তার পরীক্ষা গ্লোবাল এনক্যাপ-এর মানদণ্ড অনুযায়ী পরীক্ষা করবে ভারত এনক্যাপ। এই পরীক্ষা প্রাপ্তবয়স্ক যাত্রী, শিশু যাত্রী এবং সেফটি অ্যাসিস্ট টেকনোলজি – এই তিনটি বিভাগে বিভক্ত। প্রতিটি বিভাগে এক থেকে পাঁচ পর্যন্ত আলাদা স্টার রেটিং দেওয়া হবে।