Airtel ভারতে চালু করছে স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা? OneWeb স্যাটেলাইট পাঠাতেই জল্পনা শুরু

Starlink -এর পর এবার বিশ্বব্যাপী স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা দিতে আগ্রহী OneWeb নামক প্রসিদ্ধ সংস্থা। এই উদ্দেশ্যে Bharati (Airtel) গোষ্ঠী সমর্থিত সংস্থাটি সম্প্রতি মহাকাশে উপগ্রহ সমাবেশে জোর দিয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তারা আরো ৩৬টি নতুন উপগ্রহ মহাকাশে পাঠানোর বিষয় নিশ্চিত করেছে। এই নিয়ে পৃথিবীর নিম্ন অক্ষে তারা মোট ৩৯৪টি উপগ্রহ স্থাপনের কাজে সাফল্য পেলো। ভবিষ্যতে দফায় দফায় আরো অনেকগুলি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে তারা তাদের প্রস্তাবিত পরিষেবা প্রদানের ব্যাপারে সমর্থ হবেন বলে OneWeb দাবী করেছে।

অবগতির জন্য জানিয়ে রাখা ভালো যে, ওয়ানওয়েব একটি স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি যারা পৃথিবীর নিম্ন অক্ষীয় অঞ্চলে উপগ্রহ সমাবেশে তৎপর। সর্বমোট ৬৪৮টি উপগ্রহ মহাকাশে প্রেরণের মাধ্যমে তারা বিশ্বের সমস্ত প্রত্যন্ত অংশে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে ইচ্ছুক। এজন্য গত সেপ্টেম্বর মাসেও ব্রিটেন ভিত্তিক সংস্থাটি ৩৪টি উপগ্রহ অন্তরীক্ষের উদ্দেশ্যে উৎক্ষেপণ করে। সেবার কাজাখস্তানে কোম্পানির একটি কসমোড্রোম সেই কাজ করা হয়। বর্তমানে সাফল্যের সঙ্গে আরো একবার একই কাজ করে সংস্থাটি নিজেদের লক্ষ্যে অনেকটা এগিয়ে গেলো বলে মনে করা হচ্ছে।

আগামী ২০২২ সালের শেষভাগ নাগাদ ভারতী গোষ্ঠীর সাহায্যপ্রাপ্ত ওয়ানওয়েব তাদের প্রস্তাবিত নিম্ন ল্যাটেন্সির গতিময় ইন্টারনেট সংযোগ ছড়িয়ে দেওয়ার কাজে সাফল্য পেতে পারে। সেক্ষেত্রে বিশ্বের একাধিক টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদানকারী সংস্থা এবং বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) তাদের দ্বারস্থ হবে বলে সংস্থার বক্তব্য। তাছাড়া সংস্থাটি বন্দর ও উপকূলবর্তী বাজারে ব্যবসা সম্প্রসারণে সাফল্য পাবে বলে বিশেষজ্ঞদের অনুমান।

এদিকে ওয়ানওয়েব সংস্থার কার্যনির্বাহী চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল জানিয়েছেন যে সাম্প্রতিক উপগ্রহ প্রেরণের মধ্যে দিয়ে তারা মহাকাশে উপগ্রহ সংস্থাপনের ৬০ শতাংশ কাজ সম্পন্ন করেছেন। এই ঘটনা তাদের পক্ষে অত্যন্ত তাৎপর্যবাহী বলে মিত্তলের দাবী। এর ফলে সারা দুনিয়ায় অপেক্ষাকৃত শক্তিশালী, নিরাপদ এবং ভরসাযোগ্য স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা প্রদান তাদের কাছে আর কিছু সময়ের অপেক্ষা বলেও মিত্তল উল্লেখ করতে দ্বিধা করেননি।

উল্লেখ্য, বছরখানেক আগেই বিরাট অঙ্কের ঋণের বোঝা ঘাড়ে নিয়ে ওয়ানওয়েব প্রায় ডুবতে বসে। সম্প্রতি তারা সেই দুর্গতির অবস্থা কাটিয়ে উঠেছে। এক্ষেত্রে সংস্থাটি ব্রিটিশ সরকার এবং ভারতী গোষ্ঠীর পক্ষ থেকে আর্থিক এবং অন্যান্য সমর্থন লাভ করেছে। তাছাড়া জাপানের Eutelsat Communications এবং Softbank -এর পক্ষ থেকেও সংস্থায় বড় বিনিয়োগ করা হয়েছে। আপাতত OneWeb পূর্বের ঋণগ্রস্ত দশা থেকে মুক্ত। বিশ্বের একাধিক নামী সংস্থার সঙ্গে চুক্তির মাধ্যমে তারা আগামীদিনে নবপ্রজন্মের উন্নত ইন্টারনেট যোগাযোগ গড়ে তোলার ব্যাপারে আত্মপ্রত্যয়ী।