১৫ মিনিটেই ফুল চার্জ হবে ফোন, ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি আনছে iQOO

এখনকার দিনে ফাস্ট চার্জিং প্রযুক্তির উপর স্মার্টফোন কোম্পানিগুলি ব্যাপক ভাবে কাজ করছে। শাওমি থেকে অপ্পো সবাই স্মার্টফোনে উন্নত ফাস্ট চার্জিং প্রযুক্তি আনতে বদ্ধপরিকর। এবার এই সমস্ত কোম্পানির সাথে নাম লেখাতে চলেছে ভিভো-র সাব ব্র্যান্ড iQOO। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল রিয়েলমি ও অপ্পো যথাক্রমে ১০০ ওয়াট ও ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজির উপর কাজ করছে। যদিও কোন ফোনের সাথে এই প্রযুক্তি আসবে তা জানা যায়নি। তবে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, iQOO এর ১২০ ওয়াটি ফাস্ট চার্জিং প্রযুক্তির ফোন জলদি লঞ্চ হবে।

রিপোর্ট অনুযায়ী, আইকিউওও এর ১২০ ওয়াটের ফোনটি আগস্ট মাসে লঞ্চ হবে। এই প্রযুক্তির সাহায্যে মাত্র ১৫ মিনিটে ফুল চার্জ হবে ৪,০০০ এমএএইচ এর ব্যাটারি। আবার এই ব্যাটারিকে ৫০ শতাংশ চার্জ করতে সময় লাগবে কেবল ৫ মিনিট। এমনকি এই সুপারফাস্ট প্রযুক্তি ব্যবহার করে ফোন চার্জ দিলে ফোন গরম ও বিশেষ হবেনা। এটি প্রথমবার নয় যখন iQOO ফাস্ট চার্জিং নিয়ে কাজ করছে। ইতিমধ্যেই কোম্পানির iQOO Z1 5G ফোনে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

এদিকে জানা গেছে iQOO এর আগে ১০০ ওয়াটের চার্জিং টেকনোলজির বাজারে আনতে পারে রিয়েলমি। রিয়েলমির এই টেকনোলজির নাম হতে পারে Ultra Dart। এই টেকনোলজি কোনো ৪,০০০ এমএএইচ ব্যাটারির ৩ ভাগের ১ ভাগ কেবল ৩ মিনিটে চার্জ করে দিতে পারে। যদিও টিপ্সটার এটা জানান নি যে, কোম্পানি কোন ফোনে এই টেকনোলজি ব্যবহার করতে পারে।

আবার শাওমির ১০০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির মাধ্যমে ৪,০০০ এমএএইচ ব্যাটারি ১৭ মিনিটে ০-১০০ শতাংশ চার্জ হয়। কোম্পানি এই সম্পর্কিত একটি ভিডিও পাবলিশ করেছিল। ভিডিও তে দেখা গিয়েছিল, শাওমির ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এর মাধ্যমে কত দ্রুত ৪,০০০ এমএএইচ ব্যাটারি ফুল চার্জ হচ্ছে। উদাহরণস্বরূপ বলা চলে, Redmi Note 8, Redmi Note 7 সিরিজ এবং Redmi K20 সিরিজ এর স্মার্টফোনগুলি ২০ মিনিটের কম সময়ে ফুল চার্জ হবে।