হঠাৎ PM মোদীকে Twitter-এ ফলো করতে শুরু করলেন ইলন মাস্ক, নেটিজেনরা পাচ্ছেন অন্য গন্ধ

এমনিতে হাতেগোনা কিছু লোকজনকে Twitter-এ ফলো করেন 'মালিক' ইলন মাস্ক। তবে সম্প্রতি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফলো করা শুরু করেছেন।

গত বছর থেকেই যেন Twitter এবং ইলন মাস্ক (Elon Musk), দুটি শব্দ সমার্থক হয়ে উঠেছে! আসলে বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি, অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Twitter কেনার পর থেকেই এতে নানা পরিবর্তন (পড়ুন নিয়ম)-এর কথা সামনে আসছে – তা সে কখনো মাইক্রো ব্লগিং সাইটটির কর্মী ছাঁটাই সম্পর্কে হোক, আবার কখনো ব্লু ব্যাজ সম্পর্কিত সাবস্ক্রিপশন চার্জের বিষয় হোক। সেক্ষেত্রে এখন ইলন মাস্ক, এই Twitter-কে কেন্দ্র করে আবার সংবাদের শিরোনামে এসেছেন। আসলে সম্প্রতি ধনকুবের, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে Twitter-এ ফলো করতে শুরু করেছেন। আর, এতেই ফের চর্চা শুরু হয়েছে।

খুব কম লোককেই ফলো করেন ইলন মাস্ক

এই মুহূর্তে ১৩৪ মিলিয়নেরও বেশি মানুষ টুইটারে ইলন মাস্ককে ফলো করেন, কিন্তু মাস্ক ফলো করেন মাত্র ১৯৪টি অ্যাকাউন্ট, যার মধ্যে মাইক্রোসফ্টের (Microsoft) সিইও সত্য নাদেলা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনকের মত ব্যক্তিত্বের পাশাপাশি কিছু রাজনীতিবিদের টুইটার প্রোফাইল অন্তর্ভুক্ত রয়েছে।

হঠাৎ কেন মোদীকে ফলো করা শুরু করলেন মাস্ক?

তবে এখন নরেন্দ্র মোদীকে, মাস্ক ফলো করতে শুরু করায় অন্যান্য টুইটার ইউজাররা দাবি করছেন যে মাস্কের টেসলা (Tesla) কোম্পানি খুব শীঘ্রই ভারতে পা রাখবে। ধনকুবেরের এই সাম্প্রতিক পদক্ষেপ সম্ভবত তারই ইঙ্গিত। জানিয়ে রাখি, প্রায় ৮ বছর আগে ২০১৫ সালে ক্যালিফোর্নিয়ার টেসলা অফিসে মাস্কের সাথে দেখা করেছিলেন শ্রী মোদী; ওই সময় তিনি ইলেকট্রিক গাড়ি সম্পর্কে জানতে চেয়েছিলেন। পরে প্রধানমন্ত্রী এই বিষয়ে কয়েকটি ছবি টুইটও করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, মাস্ক ২০২২ সালের অক্টোবরে মাইক্রো-ব্লগিং সাইট টুইটার অধিগ্রহণ করেন। এর পরে তিনি সংস্থার অনেক সিনিয়র কর্মচারীকে সরিয়ে দেন। পাশাপাশি নীল পাখির পরিবর্তে টুইটারে একটি কুকুরের ছবি দেখা যায়। যদিও এখন তিনি আবার নীল রঙের পাখির লোগোটি ফিরিয়ে এনেছেন।