অক্টোবরের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোনের শিরোপা পেল Black Shark 4S Pro, দ্বিতীয় কে?

স্মার্টফোনের পারফরম্যান্স পরিমাপ করার জনপ্রিয় অ্যাপ আনটুটু (Antutu) ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বেঞ্চমার্ক ডেটা সংগ্রহ করে বিশ্বের সেরা দশটি বেস্ট পারফর্মিং অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনের তালিকা প্রকাশ করেছে। একটি ফোনের ক্ষমতা কতখানি, কেমন গতিতে সেটি কাজ করছে, এই বিষয়গুলির উপর ভিত্তি করে রেটিং প্রদান করে আনটুটু প্রতি মাসেই স্মার্টফোনের এমন তালিকা প্রকাশ করে। অক্টোবরে আনটুটুর পরীক্ষায় নতুন চাম্পিয়ন Black Shark 4S Pro৷ এই গেমিং স্মার্টফোন গত মাসেই বাজারে এসেছিল। এতএব, এত কম সময়ের মধ্যেই টপ পারফর্মিং স্মার্টফোনের খেতাব পাওয়া সহজ কথা নয়।

Black Shark 4S Pro-র গড় স্কোর ৮,৭৫,৯০২। অন্যদিকে, ৮,৫৬,১৭৯ পয়েন্ট পেয়ে আনটুটু র‌্যাঙ্কিংয়ে Black Shark 4S Pro-র পর দ্বিতীয় স্থানে রয়েছে Nubia Red Magic 6 Pro। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে iQOO 8 Pro, প্রাপ্ত পয়েন্ট ৮,৪৪,০৭৮।

চতুর্থ স্থানে রয়েছে সেপ্টেম্বরে আনটুটু র‌্যাঙ্কিংয় প্রথম হওয়া Black Shark 4 Pro। এতে রয়েছে পুরানো Snapdragon 888 প্রসেসর। যেখানে এর ওভারক্লকড ভার্সন Snapdragon 888 Plus চিপসেট দেওয়া হয়েছে গত মাসের চাম্পিয়ন Black Shark 4S Pro-এ। যে কারণে ফোনটির পারফরম্যান্স অত্যন্ত ভাল। এই তালিকার পঞ্চম স্থানে আছে Vivo X70 Pro+।

ষষ্ঠ থেকে দশম স্থানে যথাক্রমে জায়গা পেয়েছে Rog Phone 5, iQOO 8, iQOO 8 Pro, OnePlus 9 Pro, এবং Oppo Find X3 Pro৷ উল্লেখ্য, সমস্ত ফোনের সর্বোচ্চ র‌্যাম-স্টোরেজ সংস্করণের ওপরও ভিত্তি করে বেঞ্চমার্ক ডেটা তৈরি হয়েছে। এছাড়া এই তালিকা করতে সংগৃহীত ডেটা চীনের বাজার থেকে নেওয়া হয়েছে। পয়েন্ট দেওয়ার ক্ষেত্রে চারটি বিষয় বিবেচনা করা হয়েছে – সিপিইউ, জিপিইউ, ইউজার ইন্টারফেস, ও মেমরি।