Black Shark 5 সিরিজ চলতি বছরের সেরা অ্যান্ড্রয়েড ফোন হওয়ার সমস্ত মশলা সহ শীঘ্রই আসছে

গত মার্চে গেমিং স্মার্টফোনের বাজার কাঁপাতে আত্মপ্রকাশ ঘটেছিল Black Shark 4 সিরিজের। এই সিরিজের বেস ভ্যারিয়েন্টে ছিল Snapdragon 870 প্রসেসর। আর Pro ভার্সনটি আরও শক্তিশালী Snapdragon 888 প্রসেসর সহযোগে এসেছিল। দীর্ঘ সময় বাদে, ফের একবার আলোচনার কেন্দ্রে Black Shark। জানা গিয়েছে, শীঘ্রই একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করতে চলেছে তারা।

আসছে Black Shark 5 সিরিজ

জনপ্রিয়া চীনা টিপস্টার ডিজিটিল চ্যাট স্টেশন খবরটি সামনে এনেছে। তার মতে, Black Shark-এর আসন্ন স্মার্টফোনের মডেল নম্বর KTUS-A0। ডিভাইসটি ইতিমধ্যেই ‘Black Shark 5’ নামে শংসাপত্র পেয়েছে। ফলে এটি Black Shark 4 সিরিজের সাক্সেসর হিসেবে আসছে বলেই মনে হচ্ছে।

Black Shark 5 সিরিজে Snapdragon 870 প্রসেসর থাকতে পারে

ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে, ব্ল্যাক শার্ক ৫ সিরিজে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮৮৮প্লাস প্রসেসর থাকবে। এছাড়া এতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যেতে পারে। প্রসঙ্গত, ব্ল্যাক শার্ক ৪ সিরিজে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল।

উল্লেখ্য, স্পেসিফিকেশন ও ফিচারের নিরিখে Black Shark 4 ও আপকামিং Black Shark 5-এর মধ্যে তেমন বড় আপগ্রেড থাকবে না বলে মনে করছে টেকমহল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন