দুর্ধর্ষ টাচ রেসপন্স স্পিড, Black Shark 5 সিরিজ আর তিন দিন পরেই 720Hz টাচ স্যাম্পলিং রেটের সাথে লঞ্চ হবে

Black Shark 5 সিরিজ আগামী ৩০ মার্চ চীনে লঞ্চ হতে চলেছে। তার আগেই গিকবেঞ্চ থেকে জানা গিয়েছে, এই লাইনআপে Black Shark 5 ও Black Shark 5 Pro যথাক্রমে Snapdragon 870 এবং Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাথে আসবে। এটা আনঅফিসিয়াল হলেও এবার সংস্থার তরফে অফিসিয়ালি Black Shark 5 সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি ও ফাস্ট চার্জিং স্পিডের ব্যাপারে জানানো হয়েছে।

ব্ল্যাক শার্কের টিজার পোস্টার অনুযায়ী, Black Shark 5 সিরিজের স্মার্টফোনে ৪,৬৫০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। অনুমান, Black Shark 5 ও Black Shark 5 Pro উভয়ই একই ক্যাপাসিটির ব্যাটারি এবং চার্জিং স্পিডের সাথে আসবে।

এছাড়াও, Black Shark 5 সিরিজ গেমিংয়ের জন্য ফিজিক্যাল শোল্ডার বাটনের সাথে আসবে। এর স্ক্রিন ৭২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। আবার টাচ রেসপন্স স্পিডে ১৫ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা যাবে বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, গত মাসে ব্ল্যাক শার্কের দু’টি স্মার্টফোন যথাক্রমে KTUS-A0 এবং PAR-A0 মডেল নম্বরের সঙ্গে চীনের TENAA অথোরোটির অনুমোদন পেয়েছিল। ডিভাইসগুলি Black Shark 5 এবং Black Shark 5 Pro নামে আত্মপ্রকাশ করবে বলে জল্পনা চলছে‌

খবর সত্যি হলে Black Shark 5 (KTUS-A0) এবং Black Shark 5 Pro (PAR-A0) স্মার্টফোন ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ফুল-এইচডি+ ডিসপ্লে, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি / ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে বাজারে আসতে চলেছে‌।