ড্রোনের মাধ্যমে গ্রামে গ্রামে ভ্যাকসিন পৌঁছে দিতে ট্রায়াল শুরু করল Blue Dart

বর্তমানে ভারতে করোনার দ্বিতীয় সংক্রমণের ভয়াবহ বিপর্যয় অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, কিন্তু এরই মধ্যে আবার করোনার তৃতীয় ঢেউ আসার খবরও বেশ ভালোমতোই শোনা যাচ্ছে। আর এই ঢেউকে রুখতে হলে দেশের সকল মানুষের অর্থাৎ ১০০% টিকাকরণ একান্ত আবশ্যক। সেক্ষেত্রে এই লক্ষ্যকে সফলতার শিরোপা দিতে ইতিমধ্যে বহু সংস্থাই ড্রোনের মাধ্যমে ভারতের প্রত্যন্ত অঞ্চলে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। এবার প্রস্তুতিপর্ব কাটিয়ে উঠে ভারতের শীর্ষস্থানীয় এক্সপ্রেস লজিস্টিকস সার্ভিস প্রোভাইডার, ব্লু ডার্ট (Blue Dart) ড্রোন ডেলিভারি স্টার্টআপ Skye Air-এর সাথে অংশীদারিত্বে হায়দ্রাবাদের ভিকারাবাদে ৯ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবরের মধ্যে ড্রোনের মাধ্যমে ওষুধ এবং ভ্যাকসিন সরবরাহের ট্রায়াল শুরু করতে চলেছে।

যারা জানেন না তাদের বলে রাখি, Blue Dart তেলেঙ্গানা সরকার, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (World Economic Forum), নীতি আয়োগ (Niti Aayog), এবং হেলথনেট গ্লোবাল (Healthnet Global) কর্তৃক শুরু হওয়া মেডিসিন অফ স্কাই (Medicine of Sky) উদ্যোগের একটি অংশ। তেলেঙ্গানা সরকারের ITE&C বিভাগের প্রধান সচিব আইএএস জয়েশ রঞ্জন জানিয়েছেন, দেশে ড্রোনের মাধ্যমে হেলথকেয়ার সাপ্লাই চেইন তৈরির লক্ষ্যে গঠিত হওয়া সকল প্রোগ্রামগুলির মধ্যে মেডিসিন অফ স্কাই অন্যতম। মূলত গ্রামাঞ্চলে যথাযথভাবে হেলথকেয়ার সার্ভিস সরবরাহ করাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য। তেলেঙ্গানা সরকার এই প্রকল্পের জন্য ড্রোন ডেলিভারি স্টার্ট-আপ ফার্ম Skye Air Mobility এবং Blue Dart-এর সাথে গাঁটছড়া বেঁধেছে।

Skye Air Mobility-র সহ-প্রতিষ্ঠাতা স্বপ্নিক জাক্কাম্পুনডির (Swapnik Jakkampundi) মতে, দীর্ঘদিন ধরে বহু বাধাবিপত্তি ও প্রতিকূলতার সম্মুখীন হওয়া সত্বেও বর্তমানে এই উদ্যোগের বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। প্রতিটি ড্রোনকে তিন কিলোগ্রামের একটি পেলোড বহন করার অনুমতি দেওয়া হবে, যা দুই ইউনিট রক্ত এবং প্রচুর পরিমাণে ভ্যাকসিনের শিশি বহন করার জন্য যথেষ্ট।

যদি এই ড্রোন ডেলিভারি ট্রায়ালগুলি সফল হয় তবে সেগুলি বাণিজ্যিক স্তরে বাস্তবায়ন করা হবে। ভ্যাকসিন এবং ওষুধ সরবরাহের জন্য ড্রোনের ব্যবহার জরুরী পরিস্থিতি এবং উত্তর-পূর্ব ভারত, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের মতো প্রত্যন্ত অঞ্চলগুলির ক্ষেত্রে ভীষণভাবে কার্যকর বলে প্রমাণিত হতে পারে, যেখানে ওষুধ এবং ভ্যাকসিন পরিবহন করা খুবই কঠিন। দেশে ১০০% টিকাকরণের জন্য এই উদ্যোগ অত্যন্ত ফলদায়ক হবে বলে জানিয়েছেন Blue Dart-এর ম্যানেজিং ডিরেক্টর বালফোর ম্যানুয়েল (Balfour Manuel)। প্রকৃতপক্ষেই এই ধরনের প্রজেক্টগুলি বাস্তবায়িত হলে সাম্প্রতিক COVID-19 পরিস্থিতিতে ভারতের গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী লোকেরা ভ্যাকসিন, ওষুধের মতো কিছু প্রয়োজনীয় জিনিসের অ্যাক্সেস খুব সহজেই পেয়ে যাবেন, এবং ড্রোন টেকনোলজি সমাজের জন্য একটি আশীর্বাদরূপে পরিগণিত হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন