প্রকাশ্য রাস্তায় BMW Defination CE 04 ইলেকট্রিক স্কুটার, ডিজাইন দেখলে আপনি প্রেমে পড়তে বাধ্য

গাড়ি এবং মোটরসাইকেল উভয় সেগমেন্টে উপস্থিতি বর্তমান, আবার ইলেকট্রিক মোবিলিটি নিয়ে কাজ করছে, এমন প্রথম সারির অটোমোবাইল ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম হল BMW। জার্মানির এই অটো…

গাড়ি এবং মোটরসাইকেল উভয় সেগমেন্টে উপস্থিতি বর্তমান, আবার ইলেকট্রিক মোবিলিটি নিয়ে কাজ করছে, এমন প্রথম সারির অটোমোবাইল ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম হল BMW। জার্মানির এই অটো জায়েন্ট ইতিমধ্যে ইলেকট্রিক গাড়ি বাজারে এনেছে। পাশাপাশি ইলেকট্রিক টু হুইলারের ওপরেও BMW কাজ করছে। BMW-এর আপকামিং ইলেকট্রিক স্কুটার হিসেবে এখন Defination CE 04-কে চিহ্নিত করা হচ্ছে।

গত বছরের নভেম্বরে কনসেপ্ট মডেল হিসাবে BMW Defination CE 04-এর ওপর থেকে পর্দা সরানো হয়েছিল। তখনই এটি সাড়া ফেলে দিয়েছিল। এবার এখন টেস্ট রাইডের ছবি ক্যামেরাবন্দী হওয়ার পর থেকেই একে নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। ছবি দেখে স্পষ্ট যে, এটি BMW Defination CE 04-এর কোনও প্রোটোটাইপ ভার্সন নয়। একদম প্রোডাকশন রেডি ভার্সন বলেই মনে হচ্ছে।

ডিজাইন এতটাই স্টাইলিশ ও আবেদনময়ী যে, BMW-এর এই ইলেকট্রিক স্কুটারের চেহারায় আপনিও মোহগ্রস্ত হয়ে পড়বেন। আবার টেস্ট রাইডের ছবি দেখে বোঝা যাচ্ছে, এটি ইন্টিগ্রেটেড এলইডি ডেটাইম রানিং লাইট সহ ইংরেজি V আকৃতির এলইডি ল্যাম্প সহ আসবে। ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইলেকট্রিক স্কুটারে আলাদা এক মাত্রা যোগ করেছে।

Bmw Defination Ce 04
BMW Defination CE 04 Concept

ছবিতে যেটুকু দৃশ্যমান তা থেকে বলা যায়, মিড-রেঞ্জ ইলেকট্রিক মিলের পরিবর্তে BMW Defination CE 04 ইলেকট্রিক স্কুটারে চেইন-ড্রাইভ সিস্টেম থাকবে। সর্বসাধারণের জন্য BMW Defination CE 04 কবে বাজারে আসবে, তা অজানা। আবার ইলেকট্রিক স্কুটারটির প্রোডাকশন মডেলের টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়েও BMW বিশদে কিছু জানায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন