BMW i4 Electric India Debut Date: বিএমডব্লিউ ভারতের প্রথম ইলেকট্রিক লাক্সারি সেডান লঞ্চ করবে, তারিখ ঘোষণা করল

Published on:

জার্মান বহুজাতিক সংস্থা বিএমডব্লিউ (BMW) আগামী ২৮ এপ্রিল ভারতীয় বাজারে আই৪ (i4) ইলেকট্রিক গাড়ি সামনে আনতে চলেছে। সব ঠিকঠাক চললে ২০২২-এর মাঝামাঝি সময়ে ব্যক্তিগত ব্যবহারের জন্য লঞ্চ হতে পারে BMW i4। উল্লেখ্য, iX এবং Mini Electric এর পর দেশে বিএমডব্লিউ গোষ্ঠীর তৃতীয় ব্যাটারিচালিত গাড়ি হতে চলেছে এটি। আবার দেশে লাক্সারি ইলেকট্রিক সেডান সেগমেন্টের প্রথম গাড়ি হিসাবে আত্মপ্রকাশ করবে BMW i4।

২০২১-এর ডিসেম্বরে iX লঞ্চের সময় ছ’মাসের মধ্যে i4 নামক আরেকটি ইলেকট্রিক গাড়ি আনার কথা বলেছিল BMW। তাই হিসেব অনুযায়ী এ বছরের জুন মাসে বাজারে পা রাখবে নতুন গাড়িটি। বিশ্ববাজারে BMW i4 দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – eDrive40 Gran Coupe এবং sportier M50 sedan। অনুমান করা হচ্ছে ভারতের বাজারে প্রাথমিক পর্যায়ে M50 মডেলটি হাজির করা হতে পারে।

একটি ৮১.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ আসতে পারে BMW i4৷ এর মোটর থেকে ৩৩০ বিএসপি শক্তি এবং ৪৩০ এনএম টর্ক পাওয়া যাবে‌। আবার সম্পূর্ণ চার্জে গাড়িটি ৪৮৩ কিমি পথ অতিক্রম করে বলে দাবি করেছে সংস্থা। i4 M50-র গ্লোবাল ভ্যারিয়েন্টে ডুয়াল ইলেকট্রিক মোটর বর্তমান। দু’টি অ্যাক্সেলের সাথে সংযুক্ত সেগুলি। তবে ভারতীয় মডেলটিতে থাকতে পারে সংস্থার অল হুইল ড্রাইভ xDrive সিস্টেম এবং আউটপুট ৫২৯ বিএইচপি হতে পারে পারে। আনুমানিক রেঞ্জ ৩৯৪ কিমি।

১১ কিলোওয়াট এসি চার্জার দিয়ে BMW i4 M50-র ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে ৮ ঘন্টা। তবে ২০০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে ১০ মিনিটেই ১৪২ কিলোমিটার পথ চলার সক্ষমতা অর্জন করবে এটি। নতুন প্রজন্মের ফোর সিরিজের উপর ভিত্তি করে তৈরি BMW i4 ইলেকট্রিক সেডানের ডিজাইনে কিছু পরিবর্তন করা হতে পারে। ভারতীয় মডেশে দেখা মিলতে পারে একটি বৃহৎ গ্রিল, এলইডি হেডল্যাম্প, অপশনাল ব্লু অ্যাকসেন্ট, সিগনেচার কুপ রুফলাইন, ১২.৩ ইঞ্চি ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এবং ১৪.৯ ইঞ্চি কন্ট্রোল স্ক্রিন।

সঙ্গে থাকুন ➥