Colour-Changing Car: সুইচ চাপলেই বদলে যাবে গাড়ির রঙ, অভাবনীয় প্রযুক্তির কেরামতি দেখাবে BMW

নতুন বছরের শুরুতেই লস ভেগাসে আরম্ভ হবে ২০২২ কনজিউমার ইলেকট্রনিক শো। ৫ জানুয়ারি থেকে  ৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই বৈদ্যুতিন পণ্য প্রদর্শনী অনুষ্ঠান। সেখানে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের একাধিক গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ ফিচার্সের গাড়ি নিয়ে হাজির হবে। সেই তালিকায় রয়েছে সম্ভ্রান্ত যানবাহন প্রস্তুতকারী সংস্থা BMW-ও। এবার সংস্থাটি সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি আইএক্স এম৬০ (iX M60) গাড়িটির সাথে পুরোদস্তুর নতুন ‘কালার চেঞ্জিং’ বা রঙ পরিবর্তনের প্রযুক্তি প্রদর্শন করতে পারে বলে মনে করা হচ্ছে। যা কেবলমাত্র একটি বাটন স্পর্শ করেই রঙ বদল করার কেরামতি দেখাবে।

যদিও এ প্রসঙ্গে বিএমডব্লিউ (BMW) সবিস্তারে কিছু জানায়নি। তবুও আশা করা হচ্ছে যে আসন্ন ইভেন্টে সংস্থাটি এমন এক প্রযুক্তি নিয়ে হাজির হতে চলেছে, যেখানে একটি গাড়ির বহির্ভাগের রঙ কেবলমাত্র একটি বাটন চেপে নিমেষেই তা বদলানো সম্ভব হবে। তবে এই গাড়িটি কতগুলি রঙ পরিবর্তনের সক্ষমতার সাথে আসবে তা এখনও অজানা।

উচ্চ পারফরমেন্সের আইএক্স এম৬০ (iX M60) গাড়িতে এই প্রযুক্তিটি ব্যবহার করা হতে পারে বলে ধারণা। তবে বিএমডব্লিউ-র পরিকল্পনা নিশ্চিতভাবে জানার জন্য ইভেন্ট পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে। BMW iX M60 বৈদ্যুতিক গাড়িটিতে ১১১.৫ কিলোওয়াট আওয়ারের উচ্চ ক্ষমতা বিশিষ্ট ব্যাটারি প্যাক থাকতে পারে, এবং এটি 2022 iX xDrive50 প্রযুক্তির একজোড়া মোটরের সাথে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, BMW iX xDrive50 এর বৈদ্যুতিক মোটরটি থেকে উৎপন্ন হয় সর্বোচ্চ ৫১৬ এইচপি শক্তি এবং সর্বাধিক ৭৬৫ এনএম টর্ক। এর ১১১.৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ১০৫.২ কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম। এছাড়াও এসইউভি গাড়িটির আনুমানিক রেঞ্জ হতে পারে ৪৮৩ কিমি।

প্রসঙ্গত, গত কালই ভারতের বাজারে BMW iX প্রিমিয়াম বৈদ্যুতিক গাড়িটি লঞ্চ হয়েছে। যার দাম ১.১৬ কোটি টাকা (এক্স-শোরুম)। প্রতিযোগিতা চলবে Mercedes-Benz EQC, Audi e-tron ও Jaguar i-Pace-কে কড়া প্রতিযোগিতার মুখে ফেলবে এই গাড়ি।