ইলেকট্রিক গাড়ি তৈরির জন্য এই দেশে ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে BMW

প্রখ্যাত জার্মান বহুজাতিক গাড়ি সংস্থা বিএমডব্লিউ (BMW)-এর থেকে বড় অঙ্কের লগ্নি পেতে চলেছে অস্ট্রিয়া। মধ্য ইউরোপের দক্ষিণাংশে অবস্থিত এই দেশে  প্রায় ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ…

প্রখ্যাত জার্মান বহুজাতিক গাড়ি সংস্থা বিএমডব্লিউ (BMW)-এর থেকে বড় অঙ্কের লগ্নি পেতে চলেছে অস্ট্রিয়া। মধ্য ইউরোপের দক্ষিণাংশে অবস্থিত এই দেশে  প্রায় ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ করতে চলেছে বিএমডব্লিউ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮,২৩৬ কোটি টাকা। সেখানে ইলেকট্রিক গাড়ি তৈরির উদ্দেশ্যে ওই টাকা ঢালবে তারা।

সংস্থার তরফে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ইনভেস্টমেন্ট প্ল্যানের আওতায় বছরে ৬ লাখ ইউনিট বৈদ্যুতিক গাড়ি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিএমডব্লিউ-এর প্রোডাকশন চিফ মিলান বলেন, ২০২৫ থেকে সেখানে পরবর্তী প্রজন্মের ই-ড্রাইভের বিকাশ ও উৎপাদন করবে।

কারখানার উন্নতিপ্রকল্পে দু’টো আলাদা প্রোডাকশন লাইন গড়ে তোলা হবে। ৬০ হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে সেটি বিস্তৃত থাকবে  নতুন ফেসিলিটিতে ৭১০ মিলিয়ন ইউরো (প্রায় ৫,৮৪৮ কোটি টাকা) বিনিয়োগ প্রয়োজন হবে। আর ভেহিকেল ডেভেলপমেন্টে খরচ হবে ২৩০ মিলিয়ন ইউরো (প্রায় ১,৮৯৪ কোটি টাকা)

কারখানাটির ৪,৪০০ জন কর্মীর অর্ধেক ২০২৩ সালের মধ্যে ই-মোবিলিটির উপরে কাজ করবে। প্রসঙ্গত, আর তিন বছরের মধ্যে তাদের কুড়ি লক্ষ বিদ্যুৎচালিত গাড়ি রাস্তায় চলতে দেখতে চায় বিএমডব্লিউ  Mini ব্র্যান্ডের সংস্কারসাধন ছাড়াও তেরোটি নতুন মডেল বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছে জার্মান সংস্থাটি। এছাড়া বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের লক্ষ্যে মিউনিখের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আপগ্রেডের জন্য ৪০০ মিলিয়ন ইউরো খরচ করবে বলে জানিয়েছে তারা।