CES 2022: গিরগিটির মতো পাল্টে যাবে গাড়ির রঙ, কালার চেঞ্জিং প্রযুক্তির কামাল দেখাল BMW

প্রাণীর প্রকৃতি-প্রদত্ত আদি ক্ষমতাকেই এবার প্রযুক্তি হিসেবে উদ্ভাবন করে চমকে দিল জার্মান বহুজাতিক গাড়ি সংস্থা বিএমডব্লিউ (BMW)। কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES) -এর ২০২২ সংস্করণে সেই প্রযুক্তি সামনে এনেছে তারা। উল্লেখ্য, গত বছরেই সংস্থার তরফে জানানো হয়েছিল, তারা এমন একটি প্রযুক্তি প্রদর্শন করবে, যা বহুরূপী গিরগিটির মতোই গাড়ির বহিরঙ্গের (এক্সটেরিয়র) রঙ মুহূর্তের মধ্যে পাল্টে দিতে সক্ষম। তার জন্য গাড়ি ব্যবহারকারীকে বিশেষ কসরত করতে হবে না। একটি বাটন চাপলেই রং পরিবর্তনের কাজ হাসিল।

কালার চেঞ্জিং প্রযুক্তি (colour changing technology)। নামেই মালুম, কোনও বস্তুর রঙ বদলানোর জন্যই বানানো হয়েছে এটি। বিএমডব্লিউ তাদের iX মডেলের বৈদ্যুতিক গাড়িতে সর্বপ্রথম সেই প্রযুক্তির প্রয়োগ করেছে। এই অনন্য পেইন্ট চেঞ্জিং টেকনোলজির কীভাবে বাস্তবায়ন করা হয়েছে, তা সবিস্তারে প্রকাশ করেনি তারা৷ তবে ইউটিউবে পাওয়া এক ভিডিও ধারণা দিয়েছে, সেটি কীভাবে কাজ করে।

১৪ সেকেন্ডের সেই ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, ডার্ক গ্রে রঙের একটি BMW iX দাঁড়িয়ে৷ গাড়ির ডান পাশে দন্ডায়মান এক ব্যক্তি নীচু হয়ে কিছু একটা চাপতেই চোখের পলকে সেই রঙ পাল্টে গেল পিওর হোয়াইট (খাঁটি সাদা)-এ। আবার পরক্ষণেই ফিরে গেল আগের অবস্থায়। সত্যি কথা বলতে, বিএমডব্লিউ-র কালার চেঞ্জিং প্রযুক্তি এতটাই অবিশ্বাস্য যে, পাঠক বা দর্শকরা ভিডিয়োটি সিজিআই বা কম্পিউটার জেনারেটেড ইমেজারি’র কারসাজি মনে করে নকল বলে মনে করবেন।

শুধু কি মতামত জানার জন্য এই রঙ পরিবর্তনকারী প্রযুক্তির প্রদর্শন করা হয়েছে নাকি বাস্তবেও এই প্রযুক্তি সহযোগে মানুষের ব্যবহারের জন্য গাড়ি আনার চিন্তাভাবনা করছে বিএমডব্লিউ? এই মুহূর্তে প্রশ্নটির উত্তর আমাদের কাছেও নেই!