ছ’মাসে ভারতে তিনটি ইলেকট্রিক গাড়ি আনছে BMW, ফুল চার্জে পাড়ি দেবে ৫৯০ কিমি পর্যন্ত পথ

বৈদ্যুতিক ক্ষেত্রে গতিশীলতায় নিজেদের শামিল হওয়ার কথা ঘোষণা করল BMW। ভারতের বাজারে ৬ মাসের মধ্যে নিজেদের তিনটি ইলেকট্রিক গাড়ি আনার পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি। BMW India-র সভাপতি এবং সিইও বিক্রম পাভা (Vikram Pawa) সংবাদ সংস্থা PTI-কে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন আগামী দিনে বৈদ্যুতিক ব্যাটারির হাত ধরে এদেশে সংস্থার আভিজাত্য গাড়িগুলি অগ্রসর হবে।

রিপোর্টে জানানো হয়েছে, সংস্থার বৈদ্যুতিক ফ্ল্যাগশিপ গাড়ি SUV-iX আগামী মাস অর্থাৎ ডিসেম্বরের ১২ তারিখে ভারতে লঞ্চ করা হবে। এমনকি বিএমডব্লিউ-র অধীনস্থ সংস্থা মিনি (MINI) ব্র্যান্ডটিও নিজেদের অল-ইলেকট্রিক হ্যাচব্যাক গাড়ি আগামীতে দেশীয় বাজারে আনবে। সংস্থার i4 সম্পূর্ণ বৈদ্যুতিক সেডান গাড়িটি ভারতে লঞ্চ হতে চলা গাড়ির তালিকায় রয়েছে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে পাভা বলেছেন, “আমরা গাড়িগুলিকে পরবর্তী স্তরে নিয়ে যাচ্ছি, যার প্রধান লক্ষ্য সম্পূর্ণ বৈদ্যুতিক ভার্সনে এগুলিকে নিয়ে আসা।”

তবে বৈদ্যুতিক গাড়ির দৌড়ে বিলাসবহুল অটোমোবাইল সংস্থা মার্সিডিজ-বেঞ্জ-এর তুলনায় পিছিয়ে রয়েছে বিএমডব্লিউ। কারণ গত ২০১৯-এই নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়িটি এদেশে লঞ্চ করেছিল মার্সিডিজ। সেখানে নিজেদের বিদ্যুৎচালিত গাড়ি আনার কথা সদ্যই ঘোষণা করল বিএমডব্লিউ। আবার ইলেকট্রিক লাগজারি গাড়ি এদেশে আনার দৌড়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাগুয়ার ও অডি।

জানিয়ে রাখি, বিএমডব্লিউ আইএক্স (BMW iX) গাড়িটিকে এবছরের শেষেই ভারতের পাশাপাশি বিশ্ব বাজারেও লঞ্চ করা হবে। আসুন আসন্ন গাড়িগুলির মধ্যে BMW iX ও BMW i4 সম্পর্কে জেনে নিই।

BMW iX

দুটি বৈদ্যুতিক মোটর দ্বারা পরিচালিত বিএমডব্লিউ আইএক্স গাড়িটি মাত্র ৬.১ সেকেন্ডে ১০০কিমি/ঘন্টার গতিবেগ তুলতে পারবে বলে দাবি করা হয়েছে। দুটি ভ্যারিয়েন্টে আসতে পারে এটি। দুটোতেই অল-হুইল ড্রাইভ বৈশিষ্ট্য রাখা হতে পারে। এর পাওয়ার আউটপুট হতে পারে ৩২৬-৪২৩ এইচপি। অন্যদিকে ভ্যারিয়েন্ট অনুযায়ী এর রেঞ্জ ৪২৫-৬৩০ কিলোমিটার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

BMW i4

বিএমডব্লিউ আই৪ ইলেকট্রিক সেডান গাড়িটিও খুব শীঘ্রই বিশ্ববাজারের সাথে ভারতেও লঞ্চ করা হতে পারে। BMW I Vision ডায়নামিক্স থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করা হয়েছে। গত ২০১৭ সালে ফ্রাঙ্কফার্ট মোটর প্রদর্শনী অনুষ্ঠানে গাড়িটির উপর থেকে পর্দা সরানো হয়েছিল। এটি ৮১.৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি সহ আসতে পারে, যা একবার চার্জে ৫৯০ কিমি রেঞ্জ দিতে পারে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

11 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

19 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

48 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago