বৈধ পলিউশন সার্টিফিকেশন নেই? এই শহরে পেট্রোল পাম্পে গেলে তেল ছাড়াই ফিরতে হতে পারে

এবার থেকে গাড়ির দূষণ নিয়ন্ত্রণের বৈধ শংসাপত্র ছাড়া পাম্প থেকে জ্বালানি ভরানো যাবে না। কি চমকে গেলেন? হ্যাঁ, চমকানোর মতোই। খুব শীঘ্রই এমন ব্যবস্থাই চালু করার চিন্তাভাবনা করছে দিল্লি সরকার। আসলে আমরা সকলেই জানি দিল্লিতে বায়ু দূষণের পরিমাণ দেশের মধ্যে সর্বাধিক। তাই দূষণ নিয়ন্ত্রণের জন্য রাজ্যে বৈদ্যুতিক যানবাহন ব্যবহার জন্য একাধিক নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে। কিন্তু রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে বদ্ধপরিকর কেজরিওয়াল সরকার এতেই থেমে নেই। এবার রাজ্যের মানুষ যাতে নিজেদের গাড়ির দূষণ পরীক্ষা অবশ্যই করান, সেজন্যই কড়া হতে চলেছে দিল্লির প্রশাসন।

পদক্ষেপটি নেওয়ার আগে দিল্লির জনগণের মতামত জানতে চাইছে সরকার। তাই খুব শীঘ্রই এ বিষয়ক একটি খসড়া নীতি আনা হবে বলে জানা গেছে। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Gopal Rai) বলেছেন, এটি দিল্লিতে যানবাহনের দূষণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। আবার সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, “গাড়ির মালিককে দূষণ নিয়ন্ত্রণের ছাড়পত্রটি পেট্রলপাম্পে নিয়ে যেতে হবে। যদি দেখা যায় সেটি অচল, তবে সেই পাম্পেই তা পুনরায় দাখিল করতে হবে।”

উক্ত বিবৃতিতে আরো বলা হয়েছে, “এটি একটি অতি উচ্চাভিলাষী নীতি। উত্তর ভারতের মধ্যে দিল্লিতে বায়ু দূষণের মাত্রা থাকে মাত্রাতিরিক্ত, বিশেষত শীতের মরসুমে। এই নীতি জারি হলে প্রতিটি গাড়ির মালিককে দূষণ পরীক্ষার সার্টিফিকেটটি পেট্রোল পাম্পে সঙ্গে করে নিয়ে যেতে হবে।”

আবার এই কড়া আইনের পাশাপাশি সরকারের তরফে নতুন প্রযুক্তি ভিত্তিক দূষণ পরীক্ষার ব্যবস্থা করা হতে পারে। যেমন রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন সিস্টেম-এর মত অত্যাধুনিক প্রযুক্তি চালু করতে পারে দিল্লি সরকার। তবে দিল্লির জনগণের মতামতের উপর এই পদক্ষেপটি অনেকটাই নির্ভরশীল বলেই মনে করা হচ্ছে।