এবার সস্তা Chromebook ল্যাপটপে থাকবে শক্তিশালী প্রসেসর, হাত মেলালো Samsung ও AMD

অ্যাডভান্স চিপসেটের সাথে নতুন ক্রোমবুক নিয়ে আসার জন্য যৌথভাবে কাজ করছে Samsung এবং AMD

ক্রোমবুক (Chromebook ) সেগমেন্টের অধিকাংশ মডেল বর্তমানে Intel নইলে Qualcomm-এর চিপসেট দ্বারা চালিত হয়। কিন্তু খুব শীঘ্রই উক্ত দুটি সংস্থা নতুন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে বলে মনে হচ্ছে। কেননা সম্প্রতি ‘Advanced Micro Devices’ ওরফে AMD সংস্থাটি, দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung -এর সাথে একটি চুক্তি সাক্ষর করেছে। এই দুটি সংস্থা দলবদ্ধ হয়ে এমন ক্রোমবুক ডিভাইস নিয়ে আসার পরিকল্পনা করছে যাতে Samsung -এর ৪এনএম প্রসেস টেকনোলজি ব্যবহার করা হবে।

অ্যাডভান্স চিপসেটের সাথে নতুন ক্রোমবুক নিয়ে আসার জন্য যৌথভাবে কাজ করছে Samsung এবং AMD

টিপস্টার কনর (Connor) -এর একটি সাম্প্রতিক টুইটার পোস্ট থেকে এই খবর সামনে এসেছে। পোস্টে টিপস্টার দাবি করেছেন যে, চিপমেকিং সংস্থা AMD স্যামসাংয়ের সাথে সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি ব্যবহার করার জন্য হালফিলে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুসারে, দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট নির্মিত অ্যাডভান্স ৪এনএম প্রসেস প্রযুক্তির অ্যাক্সেস AMD পেয়েছে। অবগতির জন্য জানিয়ে রাখি, এই মুহুর্তে গুগলের অপারেটিং সিস্টেম চালিত বেশিরভাগ ক্রোমবুক মডেলে ইন্টেল এবং কোয়ালকমের সিপিইউ ব্যবহার করা হচ্ছে৷ তবে স্যামসাং এবং AMD -এর অংশীদারিত্ব ভবিষ্যতে উক্ত দুটি বহুজাতিক সেমিকন্ডাক্টর ব্র্যান্ডকে কড়া টক্কর দেবে বলে আমাদের বিশ্বাস।

এদিকে ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক চিপসেট ব্যবহার করার দরুন AMD -এর আসন্ন ক্রোমবুকগুলি বাজারে বিদ্যমান অন্যান্য নোটবুকের থেকে আরও বেশি শক্তিশালী হবে বলে মনে করছেন বহু টেক বিশ্লেষক। ফলে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে মার্কেটে টিকে থাকার প্রতিযোগিতাও বাড়বে সমানভাবে ৷ দুর্ভাগ্যবশত AMD এবং স্যামসাংয়ের চুক্তির বিষয়ে বা অঘোষিত চিপসেটটির সম্পর্কিত আর কোনো তথ্য আমরা সংগ্রহ করতে পারিনি।

এই মুহুর্তে বিশ্বের বৃহত্তম কন্ট্রাক্ট চিপমেকার সংস্থা হল TSMC। এর ৪এনএম প্রসেস নির্মিত চিপসেটের সাথে ডিভাইস আনার জন্য বিভিন্ন টেক জায়ান্টরা মুখিয়ে থাকে। তবে স্যামসাং তাদের নিজস্ব ৪এনএম প্রযুক্তির অ্যাক্সেস AMD -কে দেওয়ার পর, টেক মার্কেটের সমীকরণ কতটা পরিবর্তন হবে তা এখন দেখা বিষয়।

প্রসঙ্গত AMD এবং স্যামসাং সংস্থা দুটি ইতিমধ্যেই আসন্ন Ryzen Z1 সিরিজের চিপসেট নিয়ে কাজ করছে, যা ASUS ROG Ally -এর মতো আসন্ন হ্যান্ডহেল্ড গেমিং কনসোলে থাকবে৷ তাই ক্রোমবুক ডিভাইসের জন্য নতুন প্রজন্মের প্রসেসর নির্মাণের উদ্দেশ্যে AMD -এর স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া খবর একটুও অবাক করেনি আমাদের।