Boult FXCharge ইয়ারফোন নয়েজ ক্যান্সলেশন ফিচার সহ লঞ্চ হল, একবার চার্জে চলবে ৩২ ঘন্টা

অডিও ডিভাইস প্রস্তুতকারী সংস্থা Boult Audio এবার ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের উন্নতমানের নেকব্যান্ড স্টাইলের ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, যার নাম Boult FXCharge। এতে রয়েছে সংস্থার নিজস্ব নয়েজ ক্যান্সলেশন ফিচার। তাছাড়া একবার চার্জে এর ব্যাটারি ৩২ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Boult FXCharge ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Boult FXCharge ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে বোল্ট এফএক্সচার্জ ইয়ারফোনের এমআরপি রাখা হয়েছে ৪,৯৯৯ টাকা। তবে বর্তমানে সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং কমার্স সাইট অ্যামাজনে এটি ৮৯৯ টাকা বিশেষ লঞ্চ অফারে পাওয়া যাচ্ছে।

Boult FXCharge ইয়ারফোনের ফিচার ও স্পেসিফিকেশন

বোল্ট এফএক্সচার্জ ইয়ারফোনের ফিচার প্রসঙ্গে বলতে গেলে এটি সংস্থার নিজস্ব জেন টেকনোলজি (এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ) সহ এসেছে। এই জেন টেকনোলজি যুক্ত এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার ট্রাভেল, রিল্যাক্স, মেডিটেশন কিংবা কোনো মিটিং করার সময় ব্যবহারকারীকে নির্ঝঞ্ঝাটে মনোরম সাউন্ড এক্সপেরিয়েন্স অফার করতে সক্ষম। তাছাড়া এই নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনটি আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাকবুক এবং উইন্ডোজ সমস্ত ধরনের ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সংস্থার তরফে জানানো হয়েছে যে, ডিভাইসটি মাত্র ১০ মিনিট সময় নেবে ফ্যাক্টরি রিসেট করতে। শুধু তাই নয়, উন্নত বেস সরবরাহ করার জন্য ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ১৪.২ এমএম ড্রাইভার। তদুপরি দ্রুত কানেক্টিভিটির জন্য ইয়ারফোনটিতে ব্লুটুথ ৫.২ উপলব্ধ।

তাছাড়া Boult FXCharge ইয়ারফোনের শক্তিশালী ব্যাটারি লাইফ বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ একবার চার্জে ইয়ারফোনটি একটানা ৩২ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম অফার করবে বলে দাবি করেছে সংস্থাটি। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ৫ মিনিট চার্জে এটি ৭ ঘন্টা পর্যন্ত চলবে। সর্বোপরি, জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এটি IPX5 রেটিং সহ এসেছে।