ই-স্কুটার আগে চালিয়ে তারপরে কিনুন, গ্রাহকদের জন্য টেস্ট রাইড চালু করল Bounce Infinity, দেখে নিন কোথায় কোথায়

Published on:

দীর্ঘ দিনের প্রতিক্ষার পর অবশেষে Bounce Infinity E1-এর টেস্ট রাইডের নির্ঘণ্ট ঘোষণা হল। ভারতের বাজারে সদ্য লঞ্চ হওয়া ইলেকট্রিক স্কুটারটি এবার চালিয়ে দেখে নেওয়া যাবে। গত বছরের ২ ডিসেম্বর এটি লঞ্চ হয়েছিল। তারপর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়। সংস্থার তরফে এতদিন বাউন্স ইনফিনিটি ই১ (Bounce Infinity E1) স্কুটারটি চালিয়ে দেখার বিষয়ে কিছু ঘোষণা করা না হলেও এবার তার দিনক্ষণ জানানো হয়েছে। যা ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকেই শুরু হয়েছে।

বাউন্স (Bounce)-এর তরফে খবর, প্রাথমিক পর্যায়ে ব্যাঙ্গালোর, দিল্লি এনসিআর, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই এবং কোচি – এই কয়েকটি শহরেই চালানো হবে টেস্ট রাইড প্রোগ্ৰাম। উল্লিখিত শহরগুলিতে সংস্থার একাধিক টাচপয়েন্ট থেকে স্কুটারগুলি সরবরাহ করা হবে। এবং যতটা সম্ভব বেশি সংখ্যক মানুষকে টেস্ট রাইডের সুবিধা দেওয়া হবে, যারা দীর্ঘদিন ধরে এটির জন্য অপেক্ষা করেছিলেন। আজ থেকে শুরু হল প্রথম টেস্ট রাইড প্রোগ্রামটি, যা আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে।

সংস্থার তরফে এই টেস্ট রাইড কোন শহরে কবে থেকে শুরু হবে, তার তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। যেমন ব্যাঙ্গালোরে ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আছে দিল্লি এনসিআর, যেখানে ৪ মার্চ, কোচিতে ১০ মার্চ, মুম্বাই, পুণে, চেন্নাই এবং হায়দ্রাবাদে ১৫ মার্চ থেকে শুরু হবে। আগ্রহী গ্রাহকরা বাউন্স ইনফিনিটি-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে টেস্ট রাইডের স্লট বুকিং করতে পারবেন। সংস্থাটি জানিয়েছে, আগামী দিনে দেশের আরও অন্যান্য শহরে টেস্ট রাইড চালু করতে চলেছে তারা।

প্রসঙ্গত, Bounce Infinity E1 স্কুটারটি ব্যাটারি সমেত অথবা ব্যাটারি ছাড়া উভয় বিকল্পেই কেনা যাবে। ব্যাটারি ছাড়া কিনতে চাইলে “Battery-as-a-Service” পরিষেবাটি কিছু অর্থের বিনিময়ে নিতে হবে। এটি হল এমন এক পরিষেবা যা সংস্থার সোয়াপিং স্টেশনে ইলেকট্রিক স্কুটারের চার্জ ফুরিয়ে যাওয়া ব্যাটারিটি দিলে একটি সম্পূর্ণ চার্জ করা ব্যাটারি পাওয়া যায়, এজন্য কিছু অর্থের প্রয়োজন। আবার খুব অল্প সময়েই এই পরিষেবাটি পাওয়া যাবে। তবে কেউ যদি ব্যাটারি সমেত স্কুটারটি কেনেন, সে ক্ষেত্রে তিনি তাঁর বাড়িতে, অফিসে বা যে কোনো সুবিধা মতো জায়গা থেকেই সেটি খুব সহজে চার্জ করাতে পারবেন।

সঙ্গে থাকুন ➥