Bounce Infinity E1 Test Rides: নতুন শহরে বাউন্স ই-স্কুটারের টেস্ট রাইড শুরু হবে নতুন শহরে, পছন্দ হলে স্পটেই বুকিংয়ের ফেসিলিটি

গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইড। যা সদ্যই শেষ হয়েছে। এবারে মুম্বই, পুণে, হায়দরাবাদ এবং আমেদাবাদে শুরু হতে…

গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইড। যা সদ্যই শেষ হয়েছে। এবারে মুম্বই, পুণে, হায়দরাবাদ এবং আমেদাবাদে শুরু হতে চলেছে টেস্ট রাইডের কর্মসূচী৷। দেশের ওই চারটি বড় শহরের অপেক্ষারত গ্রাহকরা এবার ইলেকট্রিক স্কুটারটি কেনার আগে চালিয়ে পরখ করে নিতে পারবেন।

শহরগুলির একাধিক টাচপয়েন্ট থেকে মিলবে স্কুটারগুলি। আবার স্পটেই করা যাবে বুকিং। কেনার আগে বাউন্স ইনফিনিটি ই১ বৈদ্যুতিক স্কুটারটি চালিয়ে দেখতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্লট বুকিং করতে পারবেন গ্রাহকরা। সংস্থা সূত্রে খবর, ব্যাঙ্গালোরে টেস্ট রাইডের প্রথম সপ্তাহে ২,৯০০ জন গ্রাহক অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে ৫৫% ক্রেতা স্কুটারটির ডেলিভারি আগে পেতে বুকিং সেরে রেছেছেন। আবার আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের অন্যান্য শহরে টেস্ট ড্রাইভ প্রোগ্রাম শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য! গত বছর ২ ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হয়েছিল Bounce Infinity E1। ব্যাটারি সমেত কিনলে এর দাম পড়বে ৬৮,৯৯৯ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। আবার Battery-as-a-service (ব্যাটারি ভাড়ায় নেওয়া) কিনলে এর মূল্য ৪৫,০৯৯ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। তবে ব্যাটারি ছাড়া কিনলে সাবস্ক্রিপশনের চার্জ যোগ হবে।

প্রসঙ্গত, Bounce Infinity E1 পাঁচটি রঙের বিকল্পে বেছে নেওয়া যায় – স্পোর্টি রেড, স্পার্কেল ব্ল্যাক, পার্ল হোয়াইট, ডেজার্ট সিলভার এবং কমেট গ্রে। ডেলিভারি নেটওয়ার্ক এবং অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এপ্রিল ২০২২ থেকে স্কুটার ডেলিভারি শুরু করবে সংস্থাটি। এতে পাঁচ বছর অথবা ৫০,০০০ কিমি (যেটা আগে হবে)-এর ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি। অন্যদিকে, ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্কের প্রসারেও মনোনিবেশ করেছে Bounce।