Flipkart থেকে এবার ইলেকট্রিক স্কুটার কেনা যাবে, এক চার্জে 85 কিমি, 15 দিনের মধ্যে ডেলিভারি

বিশ্বে করোনা অতিমারি থাবা বসানোর পর থেকে মানুষ যে কোনো জিনিস কেনাকাটার জন্য অনলাইনমুখী হয়ে উঠেছে। লকডাউন চলাকালীন ঘরবন্দী অসহায় গ্রাহকদের নিত্য প্রয়োজনীয় থেকে ভোগ পণ্য, সকল প্রকারের চাহিদা মিটিয়েছে ই-কমার্স সংস্থাগুলি। আবার করোনা পরবর্তী সময়েও বহু মানুষ কেনাকাটার জন্য অনলাইন সংস্থাগুলির উপর নির্ভরশীলতা কাটিয়ে উঠতে পারেননি। ফলে তাদের ব্যবসা রমরমিয়ে বাড়ছে। আজকাল অনলাইনে চাল-ডাল-তেল-নুন থেকে শুরু করে টিভি, রেফ্রিজারেটর সহ বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট, একটি ট্যাপে সবই মেলে। এবার সেই তালিকার নতুন সংযোজন ইলেকট্রিক স্কুটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। জনগণের এই ‘অনলাইন-স্বাচ্ছন্দ্য’ দেখে দেশের অন্যতম ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড বাউন্স ইনফিনিটি (Bounce Infinity) আজ তাদের অতি জনপ্রিয় স্কুটার E1 ফ্লিপকার্ট (Flipkart)-এ লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। বলা বাহুল্য, এহেন পদক্ষেপ দেশে এই প্রথম।

দেশের অন্যতম বৃহত্তম ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারটি ক্রেতাদের নির্ঝঞ্ঝাটে কেনার অভিজ্ঞতা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ অর্থাৎ ২২ জুলাই থেকে ফ্লিপকার্টে কেনা যাবে এটি। অর্ডারের ১৫ দিনের মধ্যে ইলেকট্রিক স্কুটার গ্রাহকদের পৌঁছে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বাউন্স। আরটিও-তে রেজিস্ট্রেশন এবং বীমা সহ অন্যান্য বিষয়ে গ্রাহকদের সাহায্য করবে সংস্থা। তবে আপাতত দিল্লি, গুজরাত, কর্ণাটক, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র – ভারতের এই পাঁচ রাজ্যের নাগরিকরা কেবল কিনতে পারবেন এটি। পরবর্তীতে সমগ্র দেশেই ডেলিভারি করা হবে স্কুটারটি।

গ্রাহকরা চাইলে সরাসরি বাউন্স ইনফিনিটির শোরুম থেকেও স্কুটারটি কিনতে পারবেন। এই প্রসঙ্গে সংস্থার কর্ণধার বিবেকানন্দ হাল্লেকেরে বলেন, “আমরা গ্রাহকদের জন্য  E1-এ বিশ্বমানের ফিচার অফার করি।” তিনি জানান বর্তমানে ই-কমার্স সংস্থার ভৌগোলিক বিস্তারের কারণে এটি গ্রাহকদের হাতে কাছে সহজেই পৌঁছে দেওয়া যাবে। অন্যদিকে ফ্লিপকার্টের সিনিয়র ডিরেক্টর (ইলেকট্রনিক্স) রাকেশ কৃষ্ণান জানান, “আমরা বাউন্স ইনফিনিটির সাথে কাজ করতে পেরে আনন্দিত। আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের স্কুটার লক্ষ লক্ষ গ্রাহকের কাছে পৌঁছে যাবে। প্রাথমিক পর্যায়ে দেশের পাঁচটি শহরে শুরু হয়েছে স্কুটার গ্রাহকের দোরগোড়ায় পাঠিয়ে দেওয়ার কাজ।”

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল Bounce Infinity E1। ব্যাটারি সমেত এবং সাবস্ক্রিপশনের চার্জ দিয়ে ব্যাটারি ভাড়ায় নিয়ে দুই ভাবেই কেনা যায় এটি। বৈদ্যুতিক পাঁচটি রঙের বিকল্পে বেছে নেওয়া যায় – স্পোর্টি রেড, স্পার্কেল ব্ল্যাক, পার্ল হোয়াইট, ডেজার্ট সিলভার এবং কমেট গ্রে। ব্যাটারি পুরোপুরি চার্জে ৮৫ কিলোমিটার পর্যন্ত চলে। ঘন্টা প্রতি সর্বোচ্চ গতিবেগ ৬৫ কিলোমিটার।