Bounce Infinity E1 নাকি Ola S1, কোন ই-স্কুটার আপনার পক্ষে বেশি লাভজনক? দেখে নিন

ভারতের বাজারে সম্প্রতি লঞ্চ হয়েছে Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটার। দেশীয় স্টার্টআপ সংস্থা Bounce-এর এটি প্রথম বৈদ্যুতিক স্কুটার। ভারতের বাজারে Ola S1, Ather 450X, Bajaj Chetak Electric, TVS iQube এর মতো ই-স্কুটারগুলি হল এর প্রধান প্রতিদ্বন্দ্বী৷ অন্যদিকে Ola S1 ও S1 Pro এর ডেলিভারি দেওয়া শুরু হবে এ মাসের ১৫ তারিখ থেকে। আসুন দেখে নেওয়া যাক, Bounce Infinity E1 ও Ola S1 ই-স্কুটার দুটির মধ্যে দাম, ডিজাইন, ব্যাটারি, রেঞ্জ ও অন্যান্য স্পেসিফিকেশনের বিচারে এগিয়ে রয়েছে কে৷

Bounce Infinity E1 vs Ola S1: দাম

বাউন্স ইনফিনিটি ই১ স্কুটারটি ব্যাটারি সমেত অথবা ব্যাটারি ছাড়া, দুই বিকল্পেই কেনা যাবে। ব্যাটারি সমেত কিনতে হলে এর দাম পড়বে ৬৮,৯৯৯ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। অন্যদিকে ব্যাটারি ছাড়া অর্থাৎ battery-as-a-service (ব্যাটারি সোয়াপিং সার্ভিস) বিকল্পে কিনতে হলে খরচ একধাক্কায় নেমে যাবে। যেমন গুজরাতে রাজ্য সরকারের প্রদত্ত ভর্তুকি ধরে মাত্র ৩৬,০০০ টাকায় এটি কেনা যাবে। তবে রাজ্য বিশেষ দামের হেরফের রয়েছে।

অন্যদিকে ওলা এস১ ব্যাটারি ছাড়া উপলব্ধ নয়। তাছাড়া এর ব্যাটারি খোলা যায় না৷ দাম ৮৫,০৯৯ টাকা (এক্স-শোরুম, দিল্লি), যা ব্যাটারিযুক্ত বাউন্স ইনফিনিটি ই১-এর তুলনায় অনেকটাই বেশি।

Bounce Infinity E1 vs Ola S1: ডিজাইন

বাউন্স ইনফিনিটি ই১-এ রয়েছে রেট্রো মর্ডান থিমের ডিজাইন। স্কুটারের সম্মুখের প্রোফাইলটিতে যে রেট্রো স্টাইলিং রয়েছে, তা বাস্তবেই নজর কাড়ে। এতে রয়েছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, ইন্টিগ্রেটেড এলইডি ডিআরএল, ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অ্যালয় হুইল, এলইডি টেললাইট ইত্যাদি।

এছাড়াও ইলেকট্রিক স্কুটারটির সিটের নিচে রয়েছে বড় বুট স্টোরেজ। ১২ ইঞ্চির অ্যালয় হুইল সাথে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এতে। অন্যান্য ফিচারের মধ্যে ২৩০ এমএম এর ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং ২০৩ এমএম এর রিয়ার হাইড্রোলিক ব্রেক উল্লেখযোগ্য। স্কুটারটির সিটের উচ্চতা ৭৮০ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫৫ মিমি।

অন্যদিকে ওলা এস১ স্কুটারের ডিজাইনটি অনেকটাই এটার্গো অ্যাপস্কুটার (Etergo Appscooter)-এর মত। এতে রয়েছে ডুয়েল বিম সহ এলইডি হেডল্যাম্প, ৭ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি ইন্ডিকেটর, এলইডি টেললাইট ইত্যাদি। এছাড়াও এই স্কুটারটিতে রয়েছে তিনটি রাইডিং মোড। এর ১২ ইঞ্চির অ্যালয় হুইলে দেওয়া হবে টিউবলেস টায়ার। এছাড়াও এর দু’চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক।

ডিজাইন ও ফিচারগুলির বিষয়ে ওলা এস১ অনেকটাই এগিয়ে রয়েছে বাউন্স ইনফিনিটি ই১-এর থেকে। ওলা এস১-এর টপ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, অটো লক, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, ডিজিটাল ডিসপ্লের জন্য মাল্টিপল ইউজার ইন্টার্ফেস, জিও-ফেন্সিং, প্রভৃতি৷

Bounce Infinity E1 vs Ola S1: ব্যাটারি, রেঞ্জ এবং পারফরম্যান্স

বাউন্স ইনফিনিটি ই১ ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে আইপি৬৭ রেটেড সোয়াপেবেল ২ কিলোওয়াট আওয়ার ৪৮ ভোল্টের ব্যাটারি প্যাক। আছে তিনটি আলাদা রাইডিং মোড – ড্র্যাগ, ইকো এবং পাওয়ার। পাওয়ার মোডে স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬৫ কিমি। এছাড়া একবার চার্জে এটি ৮৫ কিমি পথ পাড়ি দিতে পারে।

অন্যদিকে ওলা এস১-এ রয়েছে অধিক শক্তিশালী ২.৯৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা এর মোটরটিকে ৮.৫ কিলোওয়াট শক্তি জোগান দেয়। ৯০ কিমি/ ঘন্টায় সর্বোচ্চ গতিবেগের সাথে একবার চার্জে এটি ১২১ কিমি রেঞ্জ দেয়। উপরিউক্ত আলোচনা থেকে এটি পরিষ্কার যে স্পেসিফিকেশনের বিচারে Bounce Infinity E1-র চাইতে অনেকটাই এগিয়ে রয়েছে Ola S1। তবে যাদের Ola-র ইলেকট্রিক স্কুটার কেনার বাজেট নেই, তাদের জন্য Bounce ভাল বিকল্প।