প্রদত্ত বিটকয়েনের দ্বিগুণ ফেরত দিচ্ছে এলন মাস্ক! লোভে পড়ে প্রায় ৯ লক্ষ টাকা খোয়ালেন মহিলা

খুব অল্প সময়ে চোখধাঁধানো সুদের টোপে দেদার টাকা তুলে নেয়, এরকম বিভিন্ন বেআইনি লগ্নি সংস্থার কথা আমাদের কারোরই অজানা নয়। ধরপাকড়, মামলা-মোকদ্দমা হওয়ার পরে সেইসব সংস্থার রমরমা কিছুটা বন্ধ হলেও, সেই একই ফন্দি যেন রূপকথার টাকার গাছ হয়ে ফিরে এসেছে Bitcoin-এর রূপে! নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে কিছুদিন বাদেই তা দ্বিগুণ হবে— ইন্টারনেট জুড়ে এমনই প্রচার চলে Bitcoin নিয়ে। বিশেষত এলন মাস্ক ক্রিপ্টোকারেন্সিকে সাপোর্ট করার পর থেকেই Bitcoin-এর জনপ্রিয়তা যেন আরও বৃদ্ধি পেয়েছে। মাস্কের টুইটের উপর ভিত্তি করে Dogecoin এবং Bitcoin-এর মতো ডিজিটাল মুদ্রার মূল্য ওঠানামা করে। তবে কিছু অনলাইন স্ক্যামার মাস্কের জনপ্রিয়তার অপব্যবহার করছে এবং লোকেদের প্রতারিত করার জন্য তার নাম ব্যবহার করছে। সম্প্রতি Bitcoin-এর মতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রতারণার শিকার হয়ে প্রায় ৯ লক্ষ টাকা (£৯,০০০ পাউন্ড) খোয়ালেন এক ব্রিটিশ মহিলা।

BBC-র একটি প্রতিবেদন অনুযায়ী, জুলি বুশনেল নামে একজন মহিলা, Bitcoin জালিয়াতির শিকার হয়ে তার যাবতীয় সঞ্চিত অর্থ খুইয়েছেন। ওই মহিলা সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন যে, তিনি BBC-র একটি ভুয়ো ওয়েবসাইটে একটি খবর দেখেছেন যেখানে দাবি করা হয়েছিল যে, ইলন মাস্ক যে-কোনও Bitcoin আমানতের দ্বিগুণ পরিমাণ টাকা ফেরত দেবেন। স্ক্যামাররা বিবিসি নিউজের ব্র্যান্ডিং ব্যবহার করায় ওই মহিলা খুব সহজেই বোকা বনে গিয়েছেন। ওয়েবসাইটটিতে উল্লেখিত খবরটির শিরোনাম ছিল, “টেসলা ১.৫ বিলিয়ন ডলার বিটকয়েন কিনেছে, যার মধ্যে ৭৫০ মিলিয়ন ডলার দান করার পরিকল্পনা করেছে।”

নিজের অর্থ দ্বিগুণ করার আশায় শিক্ষিকা, বুশনেল অনলাইন স্ক্যামারদের ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ টাকা প্রদান করেন, যা তিনি তার নতুন বাড়ির জন্য সঞ্চয় করেছিলেন। টাকা দেওয়ার পর থেকেই তিনি দ্বিগুণ টাকা ফেরত পাওয়ার অপেক্ষা করছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে তাঁর বিনিয়োজিত অর্থের বিনিময়ে তিনি কিছুই ফেরত পেলেন না, তখন বুঝতে পারলেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এই প্রসঙ্গে বুশনেল BBC-কে বলেন, “এই ঘটনা আমাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। যদি আমি টাইম মেশিনের সাহায্যে সেই সময়টিতে ফিরে যেতে পারতাম এবং টাকা দ্বিগুণের আশায় কয়েকটি ক্লিক না করতাম! হ্যাকাররা আমার মর্যাদা, আত্মসম্মান, আত্মমূল্য এবং শক্তি ছিনিয়ে নিয়েছে। তারা আমার জীবন থেকে সমস্ত আনন্দ কেড়ে নিয়েছে।” সাথে তিনি আরও জানিয়েছেন যে, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারী হওয়া সত্ত্বেও তিনি Bitcoin জালিয়াতির জন্য লজ্জিত। এখন তাঁর টাকা খোয়া যাওয়ার পর যাতে অন্য লোকেরা এই জালিয়াতির শিকার না হয় তাই জনসচেতনতা বাড়াতে নকল গ্যাং সম্পর্কে তিনি নাগরিকদের সতর্ক করতে চান।

তবে এতকিছুর মধ্যেও BBC-র যে ভুয়ো সাইটটির মাধ্যমে ওই মহিলা প্রতারিত হয়েছেন, সেটি কিন্তু এখনো চালু রয়েছে। তবে BBC জানিয়েছে যে, সাইটটি বন্ধ করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এর পাশাপাশি সকল নাগরিকদের যে-কোনো ওয়েবসাইটের সত্যতা পরীক্ষা করার এবং কোনো ব্যক্তিগত তথ্য সরবরাহ না করার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ধরনের স্ক্যামের ঘটনা ইদানীংকালে নতুন কিছু নয়। ক্রিপ্টো-কমিউনিটি Whale Alert-এর রিসার্চ অনুযায়ী, এই গ্যাংগুলি ৫৬০০ জনেরও বেশি লোকের সাথে যোগসাজশ করার পরে ২০২১ সালের প্রথম তিন মাসে বিশ্বব্যাপী ১৮ মিলিয়ন ডলারেরও বেশি উপার্জন করেছে। ২০২০ সালে ১০,৫০০ জনকে এভাবে প্রতারিত করা হয়েছিল। অর্থাৎ খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, দিন-কে-দিন দ্রুতগতিতে এই জাতীয় ঘটনা ঘটার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tech Gup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
Tech Gup Desk

Recent Posts

Yuvraj Singh: কোচ হিসেবে অভিষেক হতে চলেছে যুবরাজের, আইপিএল ২০২৫ এর জন্য এই দল‌ থেকে পেলেন অফার

আন্তর্জাতিক এবং আইপিএলের মঞ্চ থেকে অবসর নেওয়ার পর একাধিক ভারতীয় তারকা ক্রিকেটার কোচ হিসাবেও যথেষ্ট…

2 hours ago

24 ক্যারাট সোনা দিয়ে তৈরি এই Samsung স্মার্টফোন, কত দাম অনুমান করুন দেখি

অ্যাপল (Apple) এবং স্যামসাং (Samsung) এর ফ্ল্যাগশিপ ফোনের লাক্সারি কাস্টম এডিশন বানানোর জন্য সুপরিচিত ব্র্যান্ড,…

3 hours ago

Best 108MP Camera Smartphone: দাম শুরু 9 হাজার টাকা থেকে, সেরা 3 স্মার্টফোন দেখে নিন

আপনি যদি কম দামে সেরা ক্যামেরা স্পেসিফিকেশনের ফোন কিনতে চান, তবে অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টে…

3 hours ago

অতিসস্তায় ভারতে ঝড় তুলতে আসছে 8GB র‌্যামের এই ফোন, ফুল চার্জে চলবে 60 দিন পর্যন্ত

Tecno Spark Go 1 এই সপ্তাহের শুরুতে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। এবার ভারতে সাড়া ফেলতে…

5 hours ago

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

6 hours ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

7 hours ago