BSNL 4G: সারাদেশে উন্নত ৪জি পরিষেবা দিতে প্রায় ১ লক্ষ টাওয়ার বসাচ্ছে বিএসএনএল

আসন্ন BSNL 4G পরিষেবা নিয়ে ফের বড় বার্তা দিলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন লোকসভায় তিনি জানান, ইউজারদের উন্নত 4G ব্যবস্থার স্বাদ দিতে রাষ্ট্রায়ত্ত BSNL খুব শীঘ্রই সারা দেশে মোট ১.২ লক্ষ মোবাইল টাওয়ার স্থাপন করতে চলেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর অনুযায়ী, লোকসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন অশ্বিনী বৈষ্ণব আরো উল্লেখ করেন যে সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তির উপরে নির্ভরশীল BSNL 4G নেটওয়ার্ক বর্তমানে বিশ্বজুড়েই প্রশংসা কুড়োচ্ছে। আপাতত এর অধীনে উন্নত কোর নেটওয়ার্ক ছাড়াও শক্তিশালী রেডিও নেটওয়ার্ক এবং জরুরি টেলিকম ইক্যুইপমেন্টগুলি রয়েছে।

শক্তিশালী 4G পরিকাঠামো গড়তে সারা দেশে প্রায় ১ লক্ষ টাওয়ার স্থাপন করবে BSNL

আসলে যত সময় যাচ্ছে বিএসএনএলের আসন্ন 4G পরিষেবাকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যেও ততটাই ঔৎসুক্য তৈরী হচ্ছে। তাই লোকসভায় টেলিকম মন্ত্রী এ ব্যাপারে ঘোষণা করতে বাধ্য হয়েছেন বলে অনেকের অভিমত। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, 4G পরিষেবার কথা মাথায় রেখে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল ইতিমধ্যে প্রায় ৬,০০০ মোবাইল টাওয়ারের অর্ডার দিয়েছে এবং এর ধারাবাহিকতায় খুব শীঘ্রই তারা আরো ৬,০০০ টাওয়ারের অর্ডার দিতে চলেছে, যা গ্রাহকদের সুষ্ঠু পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। এভাবে একটি উন্নত ও শক্তিশালী 4G নেটওয়ার্ক গড়ে তুলতে বিএসএনএল সারা দেশের বিভিন্ন স্থানে প্রায় ১ লক্ষ মোবাইল টাওয়ার স্থাপন করবে বলে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রীর দাবি।

একইসাথে বৈষ্ণব একথাও জানান যে সুষ্ঠু পরিষেবা সরবরাহের জন্য টেলিকম অপারেটরেরা মোবাইল টাওয়ারে ইনস্টলড অবস্থায় থাকা বিটিএস (BTS) অর্থাৎ বেস ট্রান্সিভার স্টেশনগুলি ফাইবারাইজ (Fiberise) করার উপরে জোর দেয় এবং এভাবে ইতিমধ্যেই প্রায় ৭,৯৩,৫৫১ বেস ট্রান্সিভার স্টেশনকে অপটিক্যাল ফাইবার দ্বারা সংযুক্ত করা হয়েছে। যদিও দেশে উপস্থিত মোবাইল টাওয়ার সংখ্যার নিরিখে উক্ত পরিসংখ্যান নগণ্য। সুতরাং ভবিষ্যতে 4G ব্যবস্থার পাশাপাশি উন্নত ও শক্তিশালী 5G পরিষেবা প্রদান করতে হলে অবশ্যই অনেক বেশি সংখ্যক টাওয়ার ফাইবারাইজ করার দরকার পড়বে।

২০২৩ সালে নিজস্ব স্ট্যান্ডঅ্যালোন বা SA 5G প্রযুক্তি লঞ্চ করতে পারে BSNL

উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী ঘোষণা করেন যে চলতি বছরের এপ্রিলে BSNL জরুরি 4G ইক্যুয়িপমেন্টের অর্ডার দিতে চলেছে। যদিও এখনো পর্যন্ত রাষ্ট্রায়ত্ত টেলকোর পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। সম্প্রতি 4G ছাড়াও BSNL নিজস্ব 5G নেটওয়ার্ক লঞ্চের কথা ভাবছে। কেন্দ্রীয় প্রতিষ্ঠান C-DoT বা সেন্টার ফর ডেভলপমেন্ট অফ টেলিম্যাটিক্সে কর্মরত এক পদাধিকারীর কথায়, ২০২২ সালেই বিএসএনএল নিজস্ব নন-স্ট্যান্ডঅ্যালোন (NSA) 5G প্রযুক্তির সাথে অবতীর্ণ হবে। সেক্ষেত্রে ২০২৩ সালে সংস্থাটি স্ট্যান্ডঅ্যালোন (SA) 5G পরিষেবা লঞ্চ করতে পারে।