BSNL 4G: ৪জি পরিষেবা চালু করার আগে প্রুফ অফ কনসেপ্ট দাখিল করতে চলেছে বিএসএনএল

বিএসএনএল (BSNL) অনুরাগীদের জন্য প্রকাশ্যে এলো এক নতুন সুখবর! সংবাদ সংস্থা ET Telecom -এর মতে রাষ্ট্রায়ত্ত টেলকোর পক্ষ থেকে সর্বভারতীয় পরিসরে 4G নেটওয়ার্ক রোলআউট আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বর মাস থেকেই আগ্রহীরা BSNL -এর নিজস্ব 4G পরিষেবা ব্যবহার করতে পারবেন বলে উক্ত সংবাদ সংস্থার বক্তব্য। একইসাথে সংবাদ সংস্থার দাবী, চলতি বছরের এপ্রিল মাসে BSNL দেশব্যাপী 4G পরিষেবা সরবরাহের জন্য প্রয়োজনীয় উপকরণের অর্ডার দিতে পারে যা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা।

উল্লেখ্য, টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS -কে পাশে নিয়ে BSNL শীঘ্রই তাদের 4G পরিষেবার প্রুফ অফ কনসেপ্ট (PoC) দাখিল করতে পারে। গতবছরের ডিসেম্বর মাসে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা EoI সংক্রান্ত নীতি এবং শর্তাবলি পূরণ না করায় তা সম্ভব হয়নি। তবে বর্তমানে তারা দ্রুত একাজ মিটিয়ে ফেলতে চান বলে বিএসএনএলের তরফ থেকে জানানো হয়েছে।

দ্রুত 4G রোলআউটের জন্য সরকারের কাছে অনুদান চাইছে BSNL

সারা দেশে উন্নত 4G নেটওয়ার্ক লঞ্চের জন্য যে ধরনের ক্যাপেক্স (Capex) চাহিদা পূরণের প্রয়োজন পড়ে তা জোগানোর ক্ষেত্রে বিএসএনএল অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই এই মুহূর্তে সংস্থাটিকে দেশের টেলিযোগাযোগ দপ্তরের (DoT) কাছে উপযুক্ত পরিমাণ অনুদানের জন্য দরবার করতে হচ্ছে।

অবগতির জন্য জানিয়ে রাখি, দেশব্যাপী 4G পরিষেবা প্রদানের জন্য বিএসএনএল দুই ধাপে মোট ৯০,০০০ সাইট আপগ্রেড করার কথা ভাবছে। এক্ষেত্রে প্রথম ধাপে শহর ও আধা শহর এলাকায় প্রায় ৫০,০০০ সাইট আপগ্রেড করা হবে, যেজন্য সংস্থাটি সরকারের কাছে ৩৭,০০৫ কোটি টাকা বরাদ্দের আর্জি জানিয়েছে। এর মধ্যে ক্যাপেক্স-জনিত চাহিদা পূরণের জন্য খরচ করা হবে ১৭,৫০০ কোটি টাকা। বাকি টাকা সংস্থাটি ঋণ পরিশোধের কাজে ব্যয় করবে বলে জানা গিয়েছে।

আসলে সর্বভারতীয় স্তরে 4G পরিষেবার অনুপস্থিতির কারণে গ্রাহকেরা ধারাবাহিকভাবে বিএসএনএলের পরিষেবা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এর ফলে সংস্থার আয়ে বারবার ঘাটতি দেখা দিয়েছে, যার কোনো সমাধান খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তাছাড়া 4G পরিষেবার অভাবে BSNL অন্যান্য বেসরকারি টেলকোগুলির তুলনায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। আগামীদিনে 4G লঞ্চের ফলে সংস্থাটি হারানো বাজার ফিরে পাওয়া যায় কিনা এখন সেটাই দেখার।