BSNL এর 4G পরিষেবা চালু নিয়ে মুখ খুলল বিজেপি সরকার, পিছিয়ে পড়ার জন্য দায়ী করল কংগ্রেস কে

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল (BSNL) এর যাবতীয় দুর্গতি ও বেহাল দশার জন্য পূর্ববর্তী কংগ্রেস সরকারকে দায়ী করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভায় শিবসেনা সদস্য অরবিন্দ সাওয়ান্তের অভিযোগের উত্তরে তিনি কংগ্রেস সরকারকে নিশানা করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, পূর্বতন কংগ্রেস সরকারের ভ্রান্ত পরিকল্পনা এবং দুর্নীতির কারণে BSNL প্রায় মৃত্যুর মুখে পতিত হয়! গত কয়েক বছরে এনডিএ (NDA) সরকার সংস্থাটিকে সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে বলেও সীতারামন দাবী করেন।

সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রের খবর অনুযায়ী, লোকসভায় শিবসেনা সদস্য অরবিন্দ সাওয়ান্ত বিএসএনএলের সাম্প্রতিক দুর্দশার জন্য নরেন্দ্র মোদী পরিচালিত এনডিএ সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন। তিনি অভিযোগ করেন যে রিলায়েন্স জিও’র (Reliance Jio) মতো বেসরকারি টেলকোগুলিকে সুবিধা করে দেওয়ার জন্যই কেন্দ্রের বিজেপি সরকার রাষ্ট্রায়ত্ত বিএসএনএল ও এমটিএনএলের (MTNL) সর্বনাশে উদ্যত হয়েছে। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শিবসেনা সদস্যের এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। উল্টে তার বক্তব্য, মোদী সরকার বিএসএনএলকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পত্তি বলে মনে করে। তাই এই সংস্থার উন্নয়নে তারা সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কংগ্রেস সরকারের ভুল নীতির কারণে BSNL দশ বছর পিছিয়ে পড়েছে, বললেন সীতারামন

এনডিএ নয় বরং কেন্দ্রের পূর্বতন কংগ্রেস সরকারের ভুল নীতির কারণে BSNL দশ বছর পিছিয়ে পড়েছে বলেও লোকসভায় সীতারামন দাবী করেন। এই প্রসঙ্গে তিনি কংগ্রেসের কুখ্যাত 2G কেলেঙ্কারির কথা স্মরণ করিয়ে দেন। এভাবে ক্রমাগত দুর্নীতি এবং অনর্গল ভ্রান্ত সিদ্ধান্তের ফলে বিএসএনএলের দুর্গতি আরো বেড়েছে বলে তিনি অভিযোগ করেন।

তাছাড়া বিজেপি সরকারের গা থেকে সমস্ত রকম অভিযোগ ঝেড়ে ফেলতে গিয়ে সীতারামন জানান যে ২০১৪ সালে তাদের সরকার গঠনের সময় বিএসএনএল দেনার ভারে জর্জরিত ছিল। সেসময় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি কর্মীদের বেতন পর্যন্ত দিতে অসমর্থ ছিলো বলে মন্ত্রীর বক্তব্য। সেই অবস্থা থেকে বর্তমানে বিএসএনএল অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে যাকে বিজেপি সরকারের কৃতিত্ব বলে সীতারামন উল্লেখ করেন। অর্থমন্ত্রীর দাবী, ক্ষমতায় আসার পর দফায় দফায় তারা বিএসএনএলের জন্য অর্থ বরাদ্দ করেছেন। এর ফলে সংস্থাটি কর্মীদের ভলান্টারি রিটায়ারমেন্ট স্কীমের (VRS) সুবিধা দিতে পেরেছে।

সর্বোপরি সরকারি অর্থসাহায্যের জোরে বিএসএনএল পূর্ববর্তী সমস্ত দেনা মিটিয়ে দেওয়ার পাশাপাশি বর্তমানে 4G স্পেক্ট্রাম ক্রয়ের কথা ভাবতে সমর্থ হচ্ছে। এর ফলে আগামীদিনে সংস্থাটি নিজস্ব 4G পরিষেবা রোলআউটে সক্ষম হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী সীতারামন জানান।