এক রিচার্জে চলবে পরিবারের সবার, BSNL-এর সেরা ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান দেখে নিন

সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান অফার করার ক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL (বিএসএনএল)-এর জুড়ি মেলা ভার। এই মূল্যবৃদ্ধির বাজারেও ইউজারদের সুবিধার্থে সংস্থাটি প্রায়শই সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়, তা সে প্রিপেইড হোক বা পোস্টপেইড কিংবা ব্রডব্যান্ড। সেক্ষেত্রে এই প্রতিবেদনে আমরা বিএসএনএল-এর ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান সম্পর্কে কথা বলব। যে সকল ব্যবহারকারীরা পুরো পরিবারের জন্য একটি বিল পেমেন্ট অপশন খুঁজছেন, তাদের জন্য এই প্ল্যানগুলি এককথায় আদর্শ হবে। সোজা কথায় বলতে গেলে একটি সাশ্রয়ী রিচার্জের মাধ্যমে এক ছাতার তলায় পরিবারের সকলকে নিয়ে আসতে সক্ষম বিএসএনএল-এর ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান। তাহলে চলুন, প্ল্যানগুলির সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

BSNL-এর ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান

এই তালিকার প্রথম প্ল্যানটি হল বিএসএনএল-এর ৫২৫ টাকার প্ল্যান। এই প্ল্যানটি এইচপিএলএমএন (HPLMN) এবং এমটিএনএল (MTNL) নেটওয়ার্কে ন্যাশনাল রোমিং (মুম্বাই ও দিল্লি অন্তর্ভুক্ত) সহ আনলিমিটেড ভয়েস কল, এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস অফার করে। সেইসাথে ব্যবহারকারীরা এতে ২৫৫ জিবি পর্যন্ত ডেটা রোলওভার সহ ৮৫ জিবি ফ্রি ডেটাও পাবেন। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং ফেসিলিটি সহ একটি অ্যাডিশনাল ফ্যামিলি সিম অফার করা হয়, তবে কোনো ডেটা বা এসএমএসের সুবিধা এই প্ল্যানে উপলব্ধ নয়৷

তালিকার পরবর্তী প্ল্যানটি হল ৭৯৮ টাকার ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান। এই প্ল্যানে ইউজাররা এইচপিএলএমএন এবং এমটিএনএল নেটওয়ার্কে ন্যাশনাল রোমিং (মুম্বাই ও দিল্লি অন্তর্ভুক্ত) সহ আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধা পাবেন। এই প্ল্যানটিতে প্রাথমিক ব্যবহারকারীর জন্য অনুমোদিত ১৫০ জিবি পর্যন্ত ডেটা রোলওভার সহ ৫০ জিবি ফ্রি ডেটা সরবরাহ করা হয়। এছাড়াও এই প্ল্যানে ২টি ফ্যামিলি কানেকশন, এবং প্রতিটি ফ্যামিলি কানেকশনের জন্য আনলিমিটেড ভয়েস ফেসিলিটি, ৫০ জিবি ডেটা এবং রোজ ১০০টি এসএমএস আলাদাভাবে পাওয়া যাবে।

এই তালিকার শেষ প্ল্যান বিএসএনএল প্রাইমারিসহ তিনটি ফ্যামিলি কানেকশন প্রদান করে। ৯৯৯ টাকার এই পোস্টপেইড প্ল্যানে এইচপিএলএমএন এবং এমটিএনএল নেটওয়ার্কে ন্যাশনাল রোমিং (মুম্বাই ও দিল্লি অন্তর্ভুক্ত) সহ আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুযোগ দেওয়া হয়েছে। সেইসাথে প্রাথমিক ব্যবহারকারীরা ২২৫ জিবি পর্যন্ত ডেটা রোলওভারসহ ৭৫ জিবি ফ্রি ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানে ৩ টি ফ্যামিলি কানেকশন এবং প্রতিটি ফ্যামিলি কানেকশনের জন্য আনলিমিটেড ভয়েস ফেসিলিটি, ৭৫ জিবি ডেটা এবং রোজ ১০০টি এসএমএস আলাদাভাবে পাওয়া যাবে।

উপরোক্ত সমস্ত প্ল্যানগুলির অ্যাক্টিভেশনের জন্য ব্যবহারকারীদের এককালীন ১০০ টাকা ফি দিতে হবে, এবং উপরিল্লিখিত প্ল্যানগুলির দামের মধ্যে কিন্তু জিএসটি চার্জ অন্তর্ভুক্ত করা নেই। উপরন্তু, ব্যবহারকারীদের একটি সিকিউরিটি ডিপোজিট প্রদান করতে হবে যার চার্জ অ্যামাউন্ট লোকাল + এসটিডি-র জন্য ৫০০ টাকা, লোকাল + এসটিডি + আইএসডির জন্য ২০০০ টাকা এবং লোকাল + এসটিডি + আইএসডি + ইন্টারন্যাশনাল রোমিংয়ের জন্য ৫,০০০ টাকা। ব্যবহারকারীরা বিএসএনএলের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাড-অন প্যাকগুলির সাথে ফ্রি ডেটা ব্যবহারের পরে প্রযোজ্য অতিরিক্ত চার্জগুলি চেক করতে পারেন। তদুপরি, কোম্পানির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে, যদি কেউ কোনো ফ্যামিলি কানেকশন প্ল্যান পোর্ট আউট করতে চান, তাহলে সেক্ষেত্রে ফ্যামিলি কানেকশন প্ল্যানটিকে সম্পূর্ণভাবে রিমুভ করে পছন্দসই কোনো অন্য পোস্টপেইড প্ল্যানে সেটিকে পোর্ট করতে হবে।