১৫০ টাকার কমে আনলিমিটেড কল ও ডেটা, BSNL-এর সেরা চারটি প্ল্যান দেখে নিন

সরকারি মালিকানাধীন টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL (বিএসএনএল)-এর পরিষেবা নিয়ে যতই অভিযোগ থাকুক না কেন, কোম্পানিটি কিন্তু ইউজারদের সন্তুষ্ট রাখার জন্য বরাবরই অত্যন্ত সাশ্রয়ী মূল্যে একাধিক প্রিপেইড প্ল্যান সরবরাহ করে। গত বছরের শেষের দিকে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিকম কোম্পানিগুলি তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম বাড়ালেও BSNL কিন্তু সেই পথে হাঁটেনি, বরং এখনও ইউজারদের একাধিক সুবিধাসম্পন্ন বিভিন্ন রিচার্জ প্ল্যান অত্যন্ত সস্তায় অফার করে চলেছে।

এর মধ্যে সংস্থার বহু প্ল্যান ১৫০ টাকার মধ্যে আসে, যাতে বিভিন্ন ধরনের বেনিফিট পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি যদি বিএসএনএল-এর গ্রাহক হন এবং কম রেঞ্জের কোনো প্ল্যানের সন্ধানে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার কাজে আসবে। কারণ এখানে আমরা ৯৭ টাকা থেকে শুরু করে ১৫০ টাকার কমে উপলব্ধ বিএসএনএল-এর ৪ টি প্রিপেইড প্ল্যান নিয়ে কথা বলবো।

BSNL-এর ৯৭ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকদের ১৮ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়েছে। সাথে দৈনিক ২ জিবি ডেটা সহ আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা মোট ৩৬ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।

BSNL-এর ১১৮ টাকার প্রিপেইড প্ল্যান

বিএসএনএল-এর ১১৮ টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ০.৫ জিবি করে ডেটা দেওয়া হয়। এর পাশাপাশি এই প্ল্যানে ২৬ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কলিং সহ PRBT-র ফ্রি সার্ভিস পাওয়া যাবে।

BSNL-এর ১৩৯ টাকার প্ল্যান

সংস্থার ১৩৯ টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা মেলে। এই প্ল্যানটি শুধুমাত্র নিষ্ক্রিয় গ্রাহকদের জন্য উপলব্ধ।

BSNL-এর ১৪৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যায়। এছাড়া, এই প্ল্যানে ২৮ দিনের মেয়াদে দৈনিক ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা রয়েছে।