ভারতে আসছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার Oppo Reno 5 Pro 5G, ইঙ্গিত অপ্পো কর্তার

গতকাল চীনে লঞ্চ হয়েছে Oppo Reno 5 সিরিজের দুটি ফোন, Reno 5 5G ও Reno 5 Pro 5G। যদিও কোম্পানি লঞ্চ ইভেন্টে এই সিরিজের গ্লোবাল লঞ্চ নিয়ে কোনো বাক্য ব্যয় করেনি। তবে মনে হচ্ছে রেনো ৫ সিরিজের প্রো ভ্যারিয়েন্ট, অর্থাৎ Reno 5 Pro 5G এবার ভারতে আসতে চলেছে। ভারতে অপ্পো ইন্ডিয়ার রিসার্চ ও ডেভলপমেন্ট-এর ভাইস প্রেসিডেন্ট ও হেড তাসলিম আরিফ আজ পরোক্ষভাবে সেই ইঙ্গিত দিয়ে একটি টুইট করেছেন।

টুইটে অবশ্য তিনি নির্দিষ্টভাবে কোনো ফোনের নাম জানান নি৷ তবে ফোনের দুর্দান্ত ভিডিও শুটের সক্ষমতার কথা সেখানে তিনি উল্লেখ করেছেন। প্রসঙ্গত, সদ্য লঞ্চ হওয়া Reno 5 5G ও Reno 5 Pro 5G ফোনদুটির মেইন ইউএসপি এর ক্যামেরা। ফোনদুটিতে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেলের।

আশা করা যায় রেনো ৪ এর মত Reno 5 সিরিজ চীনের বাইরে 4G ও 5G, দুটি ভার্সনেই লঞ্চ হবে। রিপোর্ট অনুযায়ী, Reno 5 Pro 5G-তে স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর থাকলেও Reno 5 Pro-এর 4G ভার্সনে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর থাকবে। ভারতে Reno 5 নাকি Reno 5 Pro, অথবা দুটি ভ্যারিয়েন্টই লঞ্চ হবে কিনা, তা অবশ্য নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

তবে তাসলিম আরিফের টুইটের রিপ্লাইয়ে টিপস্টার ইশান আগরওয়াল Reno5 Pro 5G ভারতে আসছে বলে দাবি করেছেন। যার উত্তরে আরিফ শুধু একটি স্মাইলি ব্যবহার করেছেন। যা ইঙ্গিত করে ইশান ধারণা ভুল নয়। উল্লেখ্য, গত জুলাইতে Reno 4-এর শুধু Pro ভ্যারিয়েন্টটি আগে ভারতে আনা হয়েছিল। Reno 5 সিরিজের ফোনদুটির স্পেসিফিকেশন জানতে চাইলে এখানে ক্লিক করুন