পাবেন দুর্দান্ত ইন্টারনেট স্পিড, সস্তায় মডেম ভাড়া দিচ্ছে BSNL Bharat AirFibre

গ্রাহকদের আকর্ষিত করতে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) কে আমরা বিভিন্ন সময়ে নানাধরণের সুবিধা সরবরাহ করতে দেখি। এখন তারা সস্তায় গ্রাহকদের মডেম কেনার জন্য সুযোগ দিচ্ছে। টেলিকম-টকের রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি Bharat AirFibre (ভারত এয়ারফাইবার) গ্রাহকদের ৩০০ টাকারও কম মাসিক ভাড়ায় মডেম দিচ্ছে। এক্ষেত্রে BSNL, ৩ কিমি পর্যন্ত রেডিয়াল দূরত্ব বা ৩ কিমি থেকে ৫ কিমি পর্যন্ত রেডিয়াল দূরত্বে বসবাসকারী গ্রাহকদের প্রতি মাসে ২৪৯ টাকা এবং ৫ কিলোমিটার পর্যন্ত রেডিয়াল দূরত্বে বসবাসকারী গ্রাহকদের প্রতি মাসে ২৯৯ টাকায় মডেম অফার করবে। প্রথম অফারটির ক্ষেত্রে ২৪৯ টাকার মধ্যে সংস্থাটি পার্টনারদের ২১৪ টাকা দেবে, আবার দ্বিতীয় ক্ষেত্রে সংস্থাটি নিজের জন্য ৫০ টাকা রাখবে।

BSNL Bharat AirFibre পরিষেবা আসলে কী?

যারা জানেন না তাদের বলি, বিএসএনএল ভারত এয়ারফাইবার হল একটি উদ্ভাবনী ওয়্যারলেস পরিষেবা যা সারা দেশে ইন্টারনেট সংযোগ ছড়িয়ে দেওয়ার জন্য জনপ্রিয়। এই পরিষেবার গ্রাহকরা পয়েন্ট টু পয়েন্ট বা পয়েন্ট টু মাল্টি-পয়েন্ট ওয়্যারলেস ব্রডব্যান্ড সংযোগ পান। দেশের যেসব স্থানে ফাইবার লাইন কানেকশন নেই, সেখানে এই ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবা বিশাল পরিবর্তন আনতে পারে। তাছাড়া গ্রামীণ অঞ্চলগুলির বাসিন্দারা (যেখানে বেসরকারি কোম্পানিগুলির তেমন কোনো আগ্রহ নেই) এই বিএসএনএল ভারত এয়ারফাইবার পরিষেবা থেকে অনেক উপকৃত হতে পারে।

উল্লেখ্য, বিএসএনএল এই পরিষেবা প্রদানের জন্য ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ লাইসেন্সবিহীন ওয়াইফাই স্পেকট্রাম ব্যবহার করে। এই পরিষেবায় ইউজাররা ১০০ এমবিপিএস পর্যন্ত স্পিড পায়।

এই পরিষেবাটি ইতিমধ্যেই দেশের অনেক জায়গায় উপলব্ধ। ফলে আপনি যদি এটির সুবিধা নিতে আগ্রহী হন তাহলে আপনার এলাকার বিএসএনএল অফিসে যোগাযোগ করুন। এছাড়া মডেম ভাড়া নেওয়ার জন্য কাস্টমার কেয়ারে কল করতে পারেন, বা অফিসে যোগাযোগ করতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন