Oppo K10 5G আজ ভারতে লঞ্চ হচ্ছে, ডুয়েল ক্যামেরা সহ থাকবে ১৩ জিবি র‌্যাম

Oppo K10 5G আজ ভারতে লঞ্চ হতে চলেছে। দুপুর বারোটায় ফোনটি এদেশে আত্মপ্রকাশ করবে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। এখান থেকে জানা গেছে, Oppo K10 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকবে। উল্লেখ্য, ফোনটি আগেই চীনে লঞ্চ হয়েছে। তাই এর অন্যান্য স্পেসিফিকেশন জানা। পাশাপাশি আমরা Oppo K10 5G এর দামও আন্দাজ করতে পারি।

Oppo K10 5G এর সম্ভাব্য দাম

ভারতে ওপ্পো কে১০ ৫জি ফোনের দাম ২৫,০০০ টাকার কম রাখা হবে। চীনে এর বেস মডেল অর্থাৎ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ১,৯৯৯ ইউয়ান বা ভারতীয় মূল্যে প্রায় ২৩,৩১০ টাকা।

Oppo K10 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ওপ্পো কে১০ ৫জি ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টে চীনা ভ্যারিয়েন্টের অনুরূপ ফিচার থাকবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এর সামনে দেখা যাবে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। আবার এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর। ওপ্পো কে১০ ৫জি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে। এতে ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২ কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য Oppo K10 5G ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। আবার সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo K10 5G ফোনে ৩৩ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।