4G পরিষেবা চালুর আগে প্ল্যানের দাম বাড়াবে না BSNL, নিশ্চিত করল সংস্থার চেয়ারম্যান

চলতি বছরের শেষপর্বে সারা দেশে ছড়িয়ে পড়বে BSNL 4G পরিষেবা – সদ্য রাষ্ট্রায়ত্ত টেলকোর সিএমডি (CMD) বা চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর পি কে পূর্বার স্বয়ং একথা জানিয়েছেন। ET Telecom -কে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে পূর্বার জানান, আসন্ন আগস্ট মাসে 4G চালুর কথা থাকলেও, সেসময় BSNL প্রকৃতপক্ষে আংশিকভাবে পরিষেবা সূচনার কথা ভাবছে। সেক্ষেত্রে আগস্ট মাস নাগাদ দেশের নির্বাচিত কিছু শহর ও তৎসংলগ্ন এলাকায় BSNL 4G পরিষেবার দেখা মিলতে পারে। এরপর বছরের শেষে BSNL দেশের অপরাপর প্রান্তগুলিতে খুব ধীরে ধীরে 4G রোলআউট শুরু করবে।

এখনই নয়, 4G চালুর পর ট্যারিফের দাম বাড়ানোর ভাবনা BSNL -এর

ET Telecom -এর সঙ্গে আলাপচারিতায় পূর্বারের দাবি, ইউজারদের সুবিধার কথা বিবেচনা করে তারা (বিএসএনএল) সমস্ত প্ল্যানগুলি বাজারে এনে থাকেন। সেক্ষেত্রে সাশ্রয়ী দামে যথাযথ পরিষেবা প্রদানেই তারা আগ্রহী। তাই বাজারে তাদের রিচার্জ ট্যারিফের দাম অন্যান্য টেলকোর তুলনায় অনেকটাই কম। 4G লঞ্চের পূর্বে এই দাম বাড়ানোর কোনও যুক্তিই যে তাদের কাছে নেই, সেটাও পূর্বার নিজের বক্তব্যে স্পষ্ট করেন।

সুতরাং পূর্বারের কথা সত্যি হলে 4G চালুর আগে বিএসএনএল রিচার্জ ট্যারিফের দাম বাড়বে না বলেই ধরে নেওয়া যায়। তবে একবার দেশের সর্বত্র 4G পরিষেবা ছড়াতে সফল হলে সেক্ষেত্রে বিএসএনএল ট্যারিফ মূল্য বাড়ানোর কথা ভাবতে পারে। কেননা সে পরিস্থিতিতে বাড়ন্ত ইউজার-বেসের কারণে টেলকোর ডেটা খরচের হার বৃদ্ধির পাশাপাশি তাদের নেটওয়ার্কের উপরেও চাপ বাড়বে। ফলে তখন সবদিক বিবেচনা করেই রাষ্ট্রায়ত্ত বিএসএনএল পরিষেবার মাশুল বৃদ্ধির কথা ভাবতে পারে।

ফাইবার পরিষেবার অধীনে প্রতি মাসে ১ লক্ষ গ্রাহক জুড়তে সফল BSNL

উল্লেখ্য, 4G সংক্রান্ত ঘোষণার সাথে পূর্বার এদিন ফাইবার ব্রডব্যান্ড ব্যবসায় BSNL -এর ক্রম-অগ্রগতির কথাও স্বীকার করেন। এক্ষেত্রে নিজেদের শক্তিশালী ওয়্যারলাইন নেটওয়ার্কের কথা জানিয়ে পূর্বারের দাবি, বর্তমানে তারা (BSNL) প্রতি মাসেই অন্তত এক লক্ষ ফাইবার গ্রাহক অর্জনে সফল হচ্ছেন।

এদিকে 4G চালু না হতেই ইতিমধ্যে BSNL 5G নেটওয়ার্কের কথা লোকমুখে ঘুরতে লেগেছে। শোনা যাচ্ছে বর্তমানে 4G চালুর পাশাপাশি বিএসএনএল নিজস্ব 5G NSA প্রযুক্তির উপর কাজ করছে। ফলে অতি শীঘ্রই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি 5G NSA পরিষেবা লঞ্চে সমর্থ হবে বলে মনে করা হচ্ছে। তবে এজন্য সংস্থাটিকে নিজেদের ক্যাপেক্স স্তর আরও উন্নত করতে হবে। এর অন্যথায় বিএসএনএলের পক্ষে ইউজারদের উন্নত 5G অভিজ্ঞতা প্রদান সম্ভব হবে না।

Soumojit Chatterjee

Recent Posts

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

1 hour ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

1 hour ago

Airtel: বন্যায় বিপর্যস্ত গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবার ঘোষণা এয়ারটেলের

Airtel উত্তর-পূর্ব ভারতের প্রিপেড গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে।…

2 hours ago

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

2 hours ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

2 hours ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

3 hours ago