BSNL এর সম্পত্তি বিলগ্নীকরণের কথা ভাবছে না সরকার, স্পষ্ট করল কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী

এই মুহূর্তে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) -এর সম্পত্তি বিলগ্নীকরণের কথা ভাবছেনা সরকার। বুধবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহান স্বয়ং একথা ঘোষণা করেন। এ ব্যাপারে লোকসভায় তিনি লিখিত আশ্বাস পর্যন্ত দিয়েছেন। একইসাথে মন্ত্রী এদিন একথাও জানান যে ২০২০ সালে গৃহীত ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট স্কীমের (VRS) কারণে BSNL পরিষেবা প্রদানে কোনো গাফিলতি করবেনা। তাছাড়া গতকাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথায় BSNL সম্পর্কে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার আভাস মিলেছে।

আসলে বুধবার সংসদে বিএসএনএলের বর্তমান স্থাবর সম্পত্তির ব্যাপারে প্রশ্ন ওঠে। এর মধ্যে রয়েছে সংস্থার অগণিত ভবন বা ইমারত, জমি, টাওয়ার, টেলিকম এবং নন-টেলিকম ইক্যুয়িপমেন্ট। টেলকোর সর্বশেষ ফিনান্সিয়াল অডিটের হিসেব অনুযায়ী বিএসএনএলের সমস্ত স্থাবর সম্পদের মূল্য প্রায় ৮৯,৮৭৮ কোটি টাকা! কেন্দ্রের যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহানের বক্তব্য, রাষ্ট্রায়ত্ত সংস্থার এই বিপুল পরিমাণ সম্পত্তি তারা কোনোভাবেই বিলগ্নী করার কথা ভাবছেন না।

EBITDA পজিটিভ অর্থাৎ লাভজনক সংস্থা হিসেবে উঠে এলো BSNL

প্রসঙ্গত উল্লেখ্য, ৩১শে ডিসেম্বর (২০২১) সময়সীমার মধ্যে উঠে আসা পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে মোবাইল পরিষেবা ব্যবহারকারীদের ৯.৯০ শতাংশ বাজার শেয়ার রাষ্ট্রায়ত্ত বিএসএনএলের দখলে রয়েছে। অন্যদিকে ওয়্যারযুক্ত ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহারকারীদের ক্ষেত্রে সংস্থাটি নিজেদের দখলে রেখেছে ১৫.৪০ শতাংশ বাজার শেয়ার। তাছাড়া ২০১৯ সালের অক্টোবর নাগাদ সরকারের তরফ থেকে বিএসএনএলের জন্য একটি পুনরুজ্জীবন (Revival) প্যাকেজ ঘোষণা করা হয় যাকে কাজে লাগিয়ে সংস্থাটি নিজেদের অবস্থায় অনেকটা উন্নতি এনেছে। এ প্রসঙ্গে চৌহান এদিন জানান যে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল বর্তমানে EBITDA পজিটিভ অর্থাৎ লাভজনক সংস্থায় পরিণত হয়েছে যা সব দিক থেকেই অনুরাগীদের জন্য অত্যন্ত খুশির খবর।

একইসাথে সংসদে চৌহানকে ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশন পলিসি সম্পর্কেও প্রশ্ন করা হয় যার উত্তরে তিনি জানান যে তথ্য ও যোগাযোগের যাবতীয় খামতি পূরণের জন্য ২০১৮ সালে সরকার এই নীতি গ্রহণ করে। এর মাধ্যমে তারা সাধারণ নাগরিক ও সমস্ত এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানগুলিকে সর্বব্যাপী, স্থিতিস্থাপক সুরক্ষিত, উপলভ্য এবং সাশ্রয়ী ডিজিটাল যোগাযোগ পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।