BSNL কে বাঁচাতে ১.৬৪ লক্ষ কোটি টাকার প্যাকেজ কেন্দ্রের, জুড়ে দেওয়া হল BBNL কে

বিএসএনএল (BSNL) অনুরাগীদের জন্য বড় খবর। বুধবার 5G স্পেকট্রাম নিলামের দ্বিতীয় দিন, রাষ্ট্রায়ত্ত টেলকোর জন্য ১.৬৪ লক্ষ কোটি টাকার ‘পুনরুজ্জীবন প্যাকেজ’ ঘোষণা করলো কেন্দ্র! নেটওয়ার্ক ব্যবস্থার উন্নতিসাধন থেকে শুরু করে বহু প্রতীক্ষিত 4G রোলআউট পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে BSNL কেন্দ্রের নবঘোষিত এই প্যাকেজ কাজে লাগাতে পারবে। অধিকন্তু টেলকোর ঘাড়ে চেপে থাকা বিপুল পরিমাণ দেনা মেটাতেও এই প্যাকেজ কার্যকরি হবে বলে মনে করা হচ্ছে।

পরিষেবাগত ঘাটতি মেটাতে কেন্দ্র-ঘোষিত নতুন প্যাকেজ গুরুত্বপূর্ণ হতে পারে BSNL -এর জন্য

এবার কেন্দ্রের নতুন প্যাকেজ BSNL -এর জন্য ঠিক কিভাবে লাভজনক হয়ে উঠতে পারে, তা দেখে নেওয়া যাক। প্রথমত, উক্ত প্যাকেজের অংশ হিসেবে কেন্দ্রীয় সরকার 4G পরিষেবা চালুর জন্য বিএসএনএলকে ৪৪,৯৯৩ কোটি টাকার স্পেকট্রাম (৯০০ ও ১৮০০ মেগাহার্টজের) প্রদান করবে। একই উদ্দেশ্যে, জরুরি ক্যাপেক্স ঘাটতি মেটানোর জন্য বিএসএনএল সরকারের পক্ষ থেকে আগামী চার বছরে ২২,৪৭১ কোটি টাকা লাভ করবে‌। এছাড়া বিভিন্ন অলাভজনক এলাকায় পরিষেবা সরবরাহের জন্য কেন্দ্র রাষ্ট্রায়ত্ত সংস্থাটিকে ১৩,৭৮৯ কোটি টাকা প্রদান করবে। এর ফলে বিএসএনএলের পরিষেবাগত ঘাটতি যে অনেকখানি পূরণ হবে তা বলাবাহুল্য।

উপরোক্ত ক্ষেত্রগুলি ছাড়া বিএসএনএলের আর্থিক অচলাবস্থা কাটাতেও কেন্দ্রের এই অর্থসাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে বিশেষজ্ঞদের ধারণা। কারণ এর দ্বারা রাষ্ট্রীয় সংস্থাটি লং-টার্ম বন্ডের জোরে নিজ তহবিলে প্রায় ৪৪,৩৯৯ কোটি টাকা জুড়তে সফল হবে। এতে তাদের দেনার ভার যথেষ্ট পরিমাণে লাঘব হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আলোচ্য প্যাকেজ অনুযায়ী কেন্দ্র AGR (Adjusted Gross Revenue) দেনা বাবদ BSNL -এর প্রদেয় ৩৩,৪০৪ কোটি টাকার বিপুল রাশিকে ইক্যুইটিতে পরিণত করবে যা টেলকোর অন্যতম স্বস্তির কারণ হতে চলেছে।

সর্বোপরি সরকার এদিন বিএসএনএলের সাথে বিবিএনএল (BBNL) অর্থাৎ ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড’কে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।