BSNL আনলো ১৮৭, ২০১ ও ১,৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান, পাওয়া যাবে ৩৬৫ দিন পর্যন্ত কলিং ও ডেটার সুবিধা

ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল (BSNL) সম্প্রতি তার গ্রাহকদের জন্য তিনটি নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এলো। ২০১, ১৮৭ ও ১,৪৯৯ টাকার এই প্ল্যান তিনটি আপাতত পাঞ্জাব ও রাজস্থান সার্কেলের গ্রাহকদের জন্য লঞ্চ করা হয়েছে। প্ল্যানগুলি পরিষেবা বন্ধ হয়ে যাওয়া বিএসএনএলের নিষ্ক্রিয় গ্রাহকদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে, কারণ এগুলি রিচার্জের মাধ্যমে তারা নিজেদের নম্বরে টেলিকম পরিষেবা পুনরুদ্ধার করতে পারবেন।

BSNL গ্রেস পিরিয়ড (Grace Period) কী

নতুন প্ল্যানত্রয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানানোর আগে বিএসএনএলের গ্রেস পিরিয়ড (Grace Period) পরিষেবা সম্পর্কে বলে নেওয়া দরকার। সক্রিয় প্রিপেইড প্ল্যানের কার্যকারিতা শেষ হওয়ার পর পুনরায় পরিষেবায় ফিরে আসার জন্য বিএসএনএল তার গ্রাহকদের মোট ১৭২ দিনের গ্রেস পিরিয়ড প্রদান করে। এর মধ্যে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার ঠিক পরের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রথম গ্রেস পিরিয়ড (GP1) কার্যকর থাকে। পরিষেবা বন্ধের অষ্টম দিন থেকে পরবর্তী ১৭২তম দিন পর্যন্ত দ্বিতীয় গ্রেস পিরিয়ড (GP2) কার্যকর হয়। এই সময় আউটগোয়িং ও ইনকামিং কল বন্ধ থাকে। আমাদের আলোচ্য প্ল্যানগুলি জিপি২ (GP2) সুবিধার সাথে এসেছে। ফলে যে সব বিএসএনএল গ্রাহকের পরিষেবা আপাতত নিষ্ক্রিয়, তারা এই প্ল্যানগুলি বেছে নিতে পারেন।

BSNL ২০১ টাকার প্রিপেইড প্ল্যান

বিএসএনএলের রাজস্থান সার্কেলে উপলব্ধ এই প্ল্যান দ্বিতীয় গ্রেস পিরিয়ড অতিক্রান্ত গ্রাহকদের জন্যেও প্রযোজ্য। এটি ৯০ দিনের ভ্যালিডিটি সহ এসেছে। এছাড়া এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহক সম্পূর্ণ ৩০০ মিনিট কলিং ও ৬ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহারের সুবিধা পেয়ে যাবেন।

BSNL ১৮৭ টাকার প্ল্যান (STV Rs 187 Plan)

এই প্ল্যানটি বর্তমানে ১৩৯ টাকার বিনিময়ে উপলব্ধ। অর্থাৎ এই মুহূর্তে প্ল্যানটি রিচার্জ করলে ব্যবহারকারী ৪৮ টাকার ছাড় পেয়ে যাবেন। এতে দৈনিক ২ জিবি দ্রুত গতির ইন্টারনেট ডেটা, ১০০ এসএমএস ও অফুরন্ত ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। প্ল্যানের বৈধতা ২৮ দিন।

BSNL ১,৪৯৯ টাকার প্ল্যান (STV Rs 1,499 Plan)

বর্তমানে এই প্ল্যানটি ৩০০ টাকার ছাড় সহ ১,১৯৯ টাকায় রিচার্জ করা সম্ভব। এটি ৩৬৫ দিনের মেয়াদকাল সহ এসেছে। এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহক মোট ২৪ জিবি দ্রুত গতির ডেটা, দৈনিক ১০০ এসএমএস এবং অফুরন্ত ভয়েস কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন