৬০০ টাকার কমে রোজ ৫ জিবি ডেটা ও আনলিমিটেড কল, BSNL-র কাছে পাত্তা পাবে না Jio, Airtel, Vi

বেসরকারি টেলকোগুলির পরিষেবা মূল্য বৃদ্ধির সমকালে গ্রাহকদের জন্য সস্তা দরের একাধিক রিচার্জ প্ল্যান নিয়ে হাজির রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। অত্যন্ত লাভজনক এই প্ল্যানগুলি রিচার্জ করলে BSNL গ্রাহকরা দৈনিক ডেটা সুবিধার পাশাপাশি আরো আকর্ষণীয় সব পরিষেবা উপভোগের ছাড়পত্র পেয়ে যাবেন। বর্তমানে দেশের যে কোনও প্রান্তে বসবাসকারী BSNL প্রিপেইড গ্রাহকদের পক্ষে উক্ত প্ল্যানগুলি বেছে নেওয়া সম্ভব হবে। ‘দামে কম মানে ভালো’ এধরনের প্রতিটি প্ল্যান সম্পর্কে নীচে বিস্তারিত জানানো হলো।

দৈনিক ডেটা সুবিধার সাথে আগত লাভজনক BSNL প্রিপেইড প্ল্যান

এক্ষেত্রে প্রথমেই ১৮৫ টাকার বিনিময়ে উপলব্ধ STV_185 প্ল্যানের কথা বলতে হয়। এটি বেছে নিলে বিএসএনএল গ্রাহকেরা দৈনিক ১ জিবি ডেটা খরচের সাথে আনলিমিটেড ভয়েস কলিং ও দিনে ১০০টি করে এসএমএস পাঠানোর ছাড় পাবেন। ২৮ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ এই প্ল্যান রিচার্জ করলে বাড়তি হিসেবে কোনওরকম চার্জ প্রদান ছাড়াই BSNL Tunes পরিষেবা উপভোগের সুযোগ মিলবে। তবে ৫৬ দিনের পরিষেবা মেয়াদে এই একই সুবিধাগুলি উপভোগের জন্য আগ্রহীরা ২৯৮ টাকার স্পেশাল ট্যারিফ ভাউচার রিচার্জ করতে পারেন।

এরপরেই আমাদের তালিকায় উল্লেখযোগ্য হিসেবে বিএসএনএল STV_187 প্ল্যান হাজির রয়েছে। এটি দৈনিক ২ জিবি ডেটা খরচের সুবিধা দেবে। ২৮ দিনের বৈধতার সঙ্গে বিদ্যমান এই প্ল্যানের কলিং এবং এসএমএস সুবিধা এসটিভি১৮৫ প্ল্যানের অনুরূপ (সার্কেল ভেদে)। অবশ্য, ৫৬ দিনের মেয়াদে এসটিভি১৮৭ প্ল্যানের সমজাতীয় সুবিধা উপভোগের জন্য আপনাকে ৩৪৭ টাকার বিএসএনএল প্রিপেইড প্ল্যান (STV_347) বেছে নিতে হবে।

গ্রাহকের ডেটা চাহিদা আরো বেশি হলে তিনি বিএসএনএল STV-299 প্ল্যান বেছে নিতে পারেন। ২৯৯ টাকার বিনিময়ে উপলব্ধ এই প্ল্যান দিনে ৩ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের পাশাপাশি অফুরন্ত ভয়েস কল করার সুযোগ দেবে। এছাড়াও রাষ্ট্রায়ত্ত টেলকোর ২৪৭ টাকার বদলে রিচার্জযোগ্য এসটিভি_২৪৭ প্ল্যান একাংশের গ্রাহকের জন্য বেশ লাভজনক হতে পারে। এটি রিচার্জ করলে খরচের জন্য একাকালীন হিসেবে মোট ৫০ জিবি ডেটা পাওয়া যাবে। একইসাথে এই প্ল্যান অফুরন্ত ভয়েস কলিং উপভোগ ও দৈনিক ১০০ এসএমএস প্রেরণ ছাড়াও বিনামূল্যে EROS Now প্ল্যাটফর্মের কনটেন্ট অ্যাক্সেসের সুবিধা দেবে।

উল্লেখ্য, অপেক্ষাকৃত বেশি দিনের পরিষেবা মেয়াদে দৈনিক ১ জিবি ডেটা খরচের সুবিধা পেতে বিএসএনএল গ্রাহকেরা ৪২৯ টাকার প্রিপেইড প্ল্যান চয়ন করতে পারেন। এটি ৮১ দিনের ভ্যালিডিটি সহ আগত। অন্যদিকে ৪৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে ৯০ দিনের পরিষেবা মেয়াদে দৈনিক ২ জিবি ডেটা খরচের সুযোগ মিলবে। আলোচ্য প্ল্যানদুটির গ্রাহকেরা একইসাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রত্যহ ১০০টি এসএমএস পাঠানোর ছাড়পত্র অর্জন করবেন।

সর্বোপরি ৫৯৯ টাকার বিনিময়ে উপলব্ধ BSNL STV_WFH_599 প্রিপেইড প্ল্যান বেছে নিলে গ্রাহকেরা দিনে ৫ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সাথে অফুরন্ত ভয়েস কল করার সুযোগ পেয়ে যাবেন। উপরন্তু এই প্ল্যান রাত্রি ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত অফুরন্ত ডেটা ব্যবহারের অফার এবং বিনামূল্যে Zing প্ল্যাটফর্মের কনটেন্ট অ্যাক্সেসের সুবিধা সহ উপলব্ধ।