২০০ টাকার কমে BSNL-এর সেরা সাতটি রিচার্জ প্ল্যান, পাবেন রোজ ২ জিবি পর্যন্ত ডেটা সহ আনলিমিটেড কল

২০০ টাকার কমে প্রিপেইড রিচার্জ করতে চান? BSNL গ্রাহকরা বেছে নিন এই ৭টি প্ল্যানের বিকল্প

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL (বিএসএনএল)-এর পরিষেবা নিয়ে যতই অভিযোগ থাক না কেন, সরকারি টেলিকম কোম্পানিটি ইউজারদের সন্তুষ্ট রাখার জন্য একাধিক প্রিপেইড প্ল্যান সরবরাহ করে। এর মধ্যে সংস্থার বহু প্ল্যান ২০০ টাকার মধ্যে আসে, যাতে বিভিন্ন ধরণের সুবিধা পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি যদি BSNL গ্রাহক হন এবং কম রেঞ্জের কোনো প্ল্যান খুঁজে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার কাজে আসবে। কারণ এখানে আমরা ৯৯ টাকা থেকে শুরু BSNL-এর কয়েকটি প্রিপেইড প্ল্যান নিয়ে কথা বলবো।

২০০ টাকার কম দামী BSNL প্ল্যান

১. BSNL-এর ৯৯ টাকার প্ল্যান: ৯৯ টাকার প্ল্যানে ইউজাররা ২২ দিনের বৈধতা পান, তবে এতে দৈনিক এসএমএস বা ডেটা পাওয়া যায় না। এই প্ল্যানে শুধু আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হয়।

২. BSNL-এর ১১৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে ২৬ দিনের বৈধতায় প্রতিদিন ০.৫ জিবি ডেটাসহ আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যায়। সাথে থাকে PRBT সার্ভিস। তবে এতে ডেইলি এসএমএস বেনিফিট পাওয়া যায় না।

৩. BSNL-এর ১৩৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে ৩০ দিনের বৈধতায় প্রতিদিন ২ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যায়। তবে এতেও প্রতিদিনের এসএমএস বেনিফিট নেই।

৪. BSNL-এর ১৪৭ টাকার প্ল্যান: এই প্ল্যানটি মোট ১০ জিবি ডেটাসহ আনলিমিটেড ভয়েস কলিং, ৩০ দিনের ভ্যালিডিটি এবং PRBT সার্ভিস অফার করে।

৫. BSNL-এর ১৮৪ টাকার প্ল্যান: ১৮৪ টাকার প্ল্যানে দৈনিক ১ জিবি ডেটা পাওয়া যাবে, সাথে থাকে প্রতিদিন ১০০টি এসএমএস সহ আনলিমিটেড ভয়েস কলিং। এই প্ল্যানটির বৈধতা ২৮ দিন।

৬. BSNL-এর ১৮৫ টাকার প্ল্যান: ১৮৫ টাকার প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। এটি প্রতিদিন ১ জিবি ডেটা, ১০০টি এসএমএস/রোজ এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেয়।

৭. BSNL-এর ১৮৭ টাকার প্ল্যান: এই প্ল্যানটি ২৮ দিনের বৈধতার সাথে প্রতিদিন ২ জিবি ডেটা, দৈনিক ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং অফার করে। সাথে থাকে BSNL Tunes-এর সুবিধাও।